বিশ্বজমিন
ইসলামাবাদ থেকে সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১৮ মার্চ ২০২৩, শনিবার, ৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৪৯ পূর্বাহ্ন

ইসলামাবাদ জুডিশিয়াল কমপ্লেক্সে হাজিরা দিতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু সেখান থেকে কোনো রকম সরাসরি সম্প্রচারের বিরুদ্ধে আগেই নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা)। শনিবার সব টেলিভিশন চ্যানেলসহ যেকোনো মাধ্যমে ওই স্থানের কোনো র্যালি, জনসমাবেশ সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা দেয়া হয়। বলা হয়, কোনো দল, ব্যক্তি বা সংগঠনের ওপর এই সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
পেমরার ঘোষণা অনুযায়ী, শনিবার ইসলামাবাদে জুডিশিয়াল কমপ্লেক্স থেকে সব রকম র্যালি, সমাবেশে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। বিশেষ করে শনিবার যখন পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খান আদালতে উপস্থিত হচ্ছেন, তখন এই নিষেধাজ্ঞা দেয়া হলো। ফলে নিষেধাজ্ঞা যে ইমরান খানের বিরুদ্ধে তা স্পষ্ট বোঝা যায়। পেমরা বলেছে, তারা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোতে সরাসরি ফুটেজ দেখানো হচ্ছে। সহিংস দাঙ্গা, পুলিশ ও আইন প্রয়োগকারীদের ওপর হামলা দেখানো হচ্ছে। এতে দর্শক এবং পুলিশের মধ্যে পীড়া দেখা দিচ্ছে।