কলকাতা কথকতা
পুরুষ টেকনিশিয়ান দিয়ে রোগিনীর ইকো, অতঃপর...
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ সপ্তাহ আগে) ১৮ মার্চ ২০২৩, শনিবার, ৩:২৭ অপরাহ্ন
ভারতে মহিলা চিকিৎসকের সংখ্যাই মাত্র জনসংখ্যার বিচারে ১৭ শতাংশ। মহিলা টেকনিশিয়ানের সংখ্যা আরও কম। কলকাতার এক নামী হাসপাতালে এক নারী রোগীর ইকো কার্ডিওগ্রাম এক পুরুষ টেকনিশিয়ান করেন। কাজের অংশ হিসেবে একটি ইকো কার্ডিওলার ট্রান্সডুলার দিয়ে তাঁর বুক পরীক্ষা করা হয়। সংশ্লিষ্ট চিকিৎসক তখন মনিটরে চোখ দিয়ে বসেছিলেন। রোগিনী ওই টেকনিশিয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির কোনো অভিযোগ করেননি। তাঁর সেদিন কোনো শ্লীলতাহানিও হয়নি। কিন্তু, রোগিনী বেজায় অপমানিত হয়ে ওয়েস্টবেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট কমিশনে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। কেন হাসপাতালে কোনো মহিলা টেকনিশিয়ান রাখা হয়নি। বিস্ময়ের ব্যাপার হাসপাতাল কর্তৃপক্ষ এই ব্যাপারে দুঃখ প্রকাশ করেছে।