অনলাইন
সাদ্দাম হোসেনের ইয়ট এখন জেলেদের পিকনিক স্পট
মানবজমিন ডিজিটাল
(১ সপ্তাহ আগে) ১৮ মার্চ ২০২৩, শনিবার, ১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৪৯ পূর্বাহ্ন

দক্ষিণ ইরাকের একটি নদীতে ডুবে যায় সাদ্দাম হোসেনের মালিকানাধীন একটি ইয়ট। মরচে পড়ে যাওয়া এই ইয়টটি তার কঠোর শাসনের প্রতীক হিসেবে গণ্য করা হয়। দুই দশক আগে মার্কিন আক্রমণে এই ইয়টটি ধ্বংস হয়ে যায়। ১২১ মিটারের ইয়টটির নাম "আল মনসুর"। এটি সাদ্দামের সম্পদ এবং ক্ষমতার প্রতীক। ১৯৮০-এর দশকে ইয়টটি নির্মিত হয়েছিল। মরচে পড়ে যাওয়া এই ইয়টটি এখন জেলেদের বেশ পছন্দের জায়গা। কারণ মাছ ধরতে বেরিয়ে এখানে বসেই তারা দিব্যি চা পান করে। 'যখন এটি প্রাক্তন রাষ্ট্রপতির মালিকানাধীন ছিল, তখন কেউ এটির ধারে কাছেও আসতে পারেনি," বলছেন জেলে হুসেইন সাবাহি। এখন সেই ইয়টের ধ্বংসস্তূপের উপরে বসেই এক কাপ চা নিয়ে বেশ কিছুটা সময় কাটাতে কাটাতে হুসেইন বলে ওঠেন ‘’আমি বিশ্বাস করতে পারছি না যে এটি সাদ্দামের ছিল এবং এখন আমি এটির চারপাশে ঘুরছি''।
সূত্র : gulfnews.com