কলকাতা কথকতা
আইএসএল ফাইনালে আজ মোহনবাগানের মুখোমুখি বেঙ্গালুরুর
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ সপ্তাহ আগে) ১৮ মার্চ ২০২৩, শনিবার, ১০:৪০ পূর্বাহ্ন
১৯৬১ সালের ৯ই ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী অপারেশন বিজয় চালিয়ে ৪৬৫ বছরের পর্তুগিজ শাসনের অবসান ঘটিয়ে ভারতের তেরঙ্গা উড়িয়েছিল গোয়ায়। আজ গোয়ার মারগাঁও এর জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এটিকে মোহনবাগান কি পারবে আইএসএল ফাইনালে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে বিজয় দিবস পালন করতে? কোটি টাকার এই প্রশ্নটি ঘিরেই আজ কলকাতা আন্দোলিত। আজ ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় আইএসএল ফাইনাল। তার আগে কলকাতার দক্ষিণে গল্ফ গ্রিনে ভট্টাচার্য পরিবারে আগুনের ফুলকি। এই পরিবারের কর্তা সুব্রত ভট্টাচার্য দীর্ঘদিন মোহনবাগানে খেলেছেন, আদ্যন্ত মোহনবাগানী। জামাতা সুনীল ছেত্রী আবার বেঙ্গালুরু এফসির প্রাণভোমরা। সুব্রতর একমাত্র কন্যা সোনম ওরফে মেমকে বিয়ে করেছেন সুনীল। দল রাখি না জামাই রাখি অবস্থা সুব্রতর। সুনীল ছেত্রী গোয়ায় বলেছেন, শ্বশুর মোহনবাগানকে সাপোর্ট করলে তিনি ক্ষমা পেতেই পারেন, কিন্তু চুপিচুপি জানিয়ে রাখি শ্বশুরের মেয়ে কিন্তু আমার সাপোর্টার। সুব্রতর স্ত্রী লতা বা ছেলে সাহেব কাকে সমর্থন করবে তা অবশ্য জানা যায়নি।