কলকাতা কথকতা
মমতা কেন বললেন- ইন্দিরা গান্ধীর পর কি কংগ্রেস শেষ হয়ে গিয়েছিল?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ১৮ মার্চ ২০২৩, শনিবার, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৬ পূর্বাহ্ন

তদানীন্তন কংগ্রেস সভাপতি দেবকান্ত বড়ুয়া বলেছিলেন, ইন্ডিয়া ইজ ইন্দিরা, ইন্দিরা ইজ ইন্ডিয়া। কিন্তু তা সত্ত্বেও ইন্দিরা গান্ধীর পর কংগ্রেস শেষ হয়ে যায়নি। উত্তরসূরি এসেছে। কংগ্রেস লড়াই করেছে। তেমনই তৃণমূল কংগ্রেস শেষ হবে না। মমতা বন্দোপাধ্যায়ের অবসানের পর নতুন নেতৃত্ব আসবে। এভাবেই নিজের মানসিকতা প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। শুক্রবার তার বাড়িতে বৈঠকে দলে বিভিন্ন দায়িত্বে পুরনোদের ফিরতে দেখে একটি প্রশ্ন মাথাচারা দেয়, দলে অভিষেক বন্দোপাধ্যায়ের কর্তৃত্ব কী কমছে?
এই প্রশ্নের জবাবেই মমতা পাল্টা প্রশ্ন রেখে বলেন, ইন্দিরা গান্ধীর পর কি কংগ্রেস শেষ হয়ে গিয়েছিল? অভিষেক নিজে কালীঘাটে মমতার বাড়ির সভায় উপস্থিত ছিলেন। তিনি দলের দুর্নীতি নিয়ে কথা বলেন। নেতাদের আরও বেশি দলের কাজে আত্মনিয়োগ করতে আহ্বান জানান। তবে গোটা বৈঠকের রাশই মমতা নিজের হাতে রেখেছিলেন। তিনি জানিয়ে দেন যে, পঞ্চায়েত ভোটের প্রার্থী নির্বাচন করা হবে কলকাতায়, কেন্দ্রীয়ভাবে। তিনি নিজে অনুব্রত মন্ডলের জেলা বীরভূমের পঞ্চায়েত ভোটের দায়িত্ব নেন। অন্যান্য জেলার দায়িত্বে আনেন ববি হাকিম, অরূপ বিশ্বাস, মলয় ঘটক, তাপস রায়, সিদ্দিকুল্লা চৌধুরী প্রমুখ পুরনো নেতাদের। দলের সংখ্যালঘু সেলটি ঢেলে সাজানো হয়। হাজি নুরুল ইসলামকে সরিয়ে দায়িত্বে আনা হয় ইটাহারের তরুণ বিধায়ক মোশারফ হোসেনকে।