খেলা
‘লোড’ কমাতে তাসকিন মোস্তাফিজদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাবে বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার
১৮ মার্চ ২০২৩, শনিবার
ওয়ানডে বিশ্বকাপের আগে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানদের তরতাজা রাখতে ঘুরিয়ে ফিরিয়ে খেলাবে বাংলাদেশ। এমনটি জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের একাদশে ছিলেন না তাসকিন। তার জায়গায় চট্টগ্রামে ওই ম্যাচ খেলার সুযোগ পান ইবাদত হোসেন। দুই উইকেট নিয়ে নিজের সামর্থ্যের ছাপ রাখেন ইবাদত। বিশ্বকাপের আগে সামনের ম্যাচগুলিতে প্রায়ই দেখা যেতে পারে এমন পরিবর্তন। হাথুরুসিংহে বলেন, ‘ঠিক এ কারণেই (বিশ্বকাপের আগে তরতাজা রাখা) ওকে (তাসকিন) আমরা শেষ ম্যাচে খেলাইনি, বিশ্রাম দিয়েছি। আমরা ওকে ঠিকঠাক গুছিয়ে রাখতে চাই। ও আমাদের স্ট্রাইক বোলারদের একজন। ও বিশ্ব মানের বোলার। সিরিজে সে অন্য যে কারও মতোই অনেক জোরে বল করেছে।’
হাথুরু বলেন, ‘আমরা তাসকিন ও ফিজকে (মোস্তাফিজ) বিশ্রাম দিতে চেয়েছিলাম। কারণ সামনে অনেক খেলা আছে। এটি আমাদেরকে দলের অন্যান্য ফাস্ট বোলারদের ম্যাচ খেলানোর সুযোগ করে দেবে।’
ওয়ানডে স্কোয়াডে থাকলেও ইংল্যান্ডের বিপক্ষে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি আরেক পেসার হাসান মাহমুদের। তবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই মূল একাদশে ছিলেন তিনি। হাথুরুসিংহে বলেন, ‘ অবশ্যই। আমাদের যদি আরও খেলা থাকতো, ও (হাসান মাহমুদ) নিশ্চিতভাবেই আরও অনেক ম্যাচ খেলতো। আমরাও সেটাই চেষ্টা করছি, ফাস্ট বোলারদের বেশি বেশি ম্যাচ খেলানোর। এতে তারা আত্মবিশ্বাস পাবে এবং আমরাও বুঝতে পারব কীভাবে তারা দায়িত্ব সামলায়। সে যেভাবে তিন ওয়ানডেতে (আসলে টি-টোয়েন্টিতে) চাপের ওভারগুলো সামাল দিয়েছে, খুবই প্রশংসনীয় ছিল। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সে (জস) বাটলারকে আউট করে আমাদের জন্য ম্যাচটা উন্মুক্ত করে দেয়।’
শেষ ম্যাচের বোলিংয়ের জন্য মোস্তাফিজকেও প্রশংসায় ভাসান কোচ। বলেন, ‘ফাস্ট বোলারদের কথা জিজ্ঞেস করলে, ফিজ (মোস্তাফিজ) যেভাবে শেষ ম্যাচে বোলিং করেছে... ও খুব বেশি উইকেট পায়নি। কিন্তু ওর দুটি দারুণ ওভার খেলার মোমেন্টাম বদলে দিয়েছিল।’