ঢাকা, ২২ মার্চ ২০২৩, বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৯ শাবান ১৪৪৪ হিঃ

কলকাতা কথকতা

আই পি এলেও টাকা লাগিয়েছিলেন অনুব্রত, হিসাবরক্ষক এর স্বীকারোক্তি

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(৫ দিন আগে) ১৭ মার্চ ২০২৩, শুক্রবার, ১১:৫৬ পূর্বাহ্ন

mzamin

অনুব্রত মন্ডলের হিসাবরক্ষক মনীশ কোঠারির স্বীকারোক্তিতে চাঞ্চল্য এর সৃষ্টি হল। গরু পাচারের টাকা অনুব্রত লাগিয়েছিলেন ক্রিকেটের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আই পি এলে। ইডি অনুব্রতর কোটি কোটি টাকার বিলি বণ্টন নিয়ে মনীশ কোঠারিকে প্রশ্ন করছিলো তখনই এই তথ্য প্রকাশ্যে আসে বলে ইডি সূত্রে জানা গেছে। উল্লেখযোগ্য যে ইডির কাছে জেরায় অনুব্রত মন্ডল জানান তাঁর টাকা পয়সার হিসাব রাখতো পেশাদার চাটার্ড আকাউন্টেন্ট মনীশ কোঠারি এবং টাকা পয়সার বিলি ব্যবস্থা করতো দেহরক্ষী সায়গল হোসেন। অনুব্রতর এই তত্ত্ব ইডি যে গ্রহণ করেনি তা বলাই বাহুল্য। আগামী কদিনের মধ্যে অনুব্রতর সঙ্গে মনীশ - সায়গল সহ বারজনকে একসঙ্গে বসিয়ে জেরা করার পরিকল্পনা তারা নিয়েছে। এরই মাঝে অনুব্রতর আই পি এল যোগ তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। মনীশ কোঠারি কে জিজ্ঞাসাবাদ করে ইডি জেনেছে যে অনুব্রত দুটি শেল কোম্পানির মালিক ছিলেন যার ডিরেক্টর বোর্ডে আছেন তাঁর পরিচারক বিজয় রজক ও সুকন্যা মন্ডল এর ড্রাইভার তুফান মির্ধা। এদেরও ইডি তাঁদের ব্যক্তিগত হিসাবপত্র নিয়ে ইডি দপ্তরে হাজিরা দিতে বলেছে। কার্যত, অনুব্রত মন্ডলকে ঘিরে ফেলতে চাইছে ইডি।

বিজ্ঞাপন
বিরোধীরা ইডিকে চেপে ধরেছে কেন্দ্রীয় এজেন্সি হিসেবে বিরোধীদের কণ্ঠরোধ করার জন্যে। ইডির পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে তাদের বিচারাধীন বিষয়ের মধ্যে রাজনৈতিক নেতা আছেন মাত্র ২.৬৮ শতাংশ। তাদের সাফল্যের খতিয়ান তুলে ইডি দাবি করেছে ছিয়ানব্বই শতাংশ ক্ষেত্রে তারা সফল হয়েছে। এন আই এর সাফল্যের হার চুরানব্বই শতাংশ, সি বি আইয়ের আটশট্টি শতাংশ।     
 

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status