কলকাতা কথকতা
আই পি এলেও টাকা লাগিয়েছিলেন অনুব্রত, হিসাবরক্ষক এর স্বীকারোক্তি
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৫ দিন আগে) ১৭ মার্চ ২০২৩, শুক্রবার, ১১:৫৬ পূর্বাহ্ন

অনুব্রত মন্ডলের হিসাবরক্ষক মনীশ কোঠারির স্বীকারোক্তিতে চাঞ্চল্য এর সৃষ্টি হল। গরু পাচারের টাকা অনুব্রত লাগিয়েছিলেন ক্রিকেটের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আই পি এলে। ইডি অনুব্রতর কোটি কোটি টাকার বিলি বণ্টন নিয়ে মনীশ কোঠারিকে প্রশ্ন করছিলো তখনই এই তথ্য প্রকাশ্যে আসে বলে ইডি সূত্রে জানা গেছে। উল্লেখযোগ্য যে ইডির কাছে জেরায় অনুব্রত মন্ডল জানান তাঁর টাকা পয়সার হিসাব রাখতো পেশাদার চাটার্ড আকাউন্টেন্ট মনীশ কোঠারি এবং টাকা পয়সার বিলি ব্যবস্থা করতো দেহরক্ষী সায়গল হোসেন। অনুব্রতর এই তত্ত্ব ইডি যে গ্রহণ করেনি তা বলাই বাহুল্য। আগামী কদিনের মধ্যে অনুব্রতর সঙ্গে মনীশ - সায়গল সহ বারজনকে একসঙ্গে বসিয়ে জেরা করার পরিকল্পনা তারা নিয়েছে। এরই মাঝে অনুব্রতর আই পি এল যোগ তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। মনীশ কোঠারি কে জিজ্ঞাসাবাদ করে ইডি জেনেছে যে অনুব্রত দুটি শেল কোম্পানির মালিক ছিলেন যার ডিরেক্টর বোর্ডে আছেন তাঁর পরিচারক বিজয় রজক ও সুকন্যা মন্ডল এর ড্রাইভার তুফান মির্ধা। এদেরও ইডি তাঁদের ব্যক্তিগত হিসাবপত্র নিয়ে ইডি দপ্তরে হাজিরা দিতে বলেছে। কার্যত, অনুব্রত মন্ডলকে ঘিরে ফেলতে চাইছে ইডি।