কলকাতা কথকতা
অনুব্রতের সঙ্গে সাক্ষাতে এসে বিপাকে তৃণমূল ছাত্রনেতা, ইডির তলব
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৬ দিন আগে) ১৬ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৩:৩০ অপরাহ্ন
বর্ধমানের কাছে শক্তিগড় এর ল্যাংচার নামডাক জগৎ জুড়ে। দিল্লি যাওয়ার পথে অনুব্রত বায়না ধরেন ব্রেকফাস্টে তাঁর লাংচা চাই। আসানসোল পুলিশ তাঁকে নিয়ে যায় বিখ্যাত লাংচা কুটিরে। সেখানে অনুব্রত বসতেই উদিত হন তিনি। বীরভূমের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কৃপাময় ঘোষ। অনুব্রত ঘনিষ্ঠ এই ছাত্রনেতার সঙ্গে ছিল আরও তিনজন। কৃপাময় সেদিন শুধু নিজে লাংচা খাননি, গুরু অনুব্রত ও পুলিশ কর্মীদেরও খাইয়েছিলেন। বিল হয় ৯৫০ টাকার। কিন্তু, এই লাংচা খাওয়াই কাল হলো কৃপাময়ের। বৃহস্পতিবার ইডি তাঁকে সমন পাঠিয়েছে দিল্লিতে হাজিরা দেওয়ার জন্যে।
বিজ্ঞাপন