ঢাকা, ২২ মার্চ ২০২৩, বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৯ শাবান ১৪৪৪ হিঃ

কলকাতা কথকতা

দিদির দেয়া দায়িত্ব মাথা পেতে নিচ্ছেন দেব

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(৫ দিন আগে) ১৬ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ১১:০৫ পূর্বাহ্ন

শাহরুখ খান বেজায় ব্যস্ত। ও যেমন আছে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তেমনই থাকুক- দেব পর্যটনের বিষয়টা দেখুক। দেব হোক বাংলার পর্যটন অ্যাম্বাসেডর। শিল্প সংক্রান্ত বৈঠকের মধ্যে বুধবার যখন মমতা বন্দোপাধ্যায় এই বিষয়টি ঘোষণা করেন, দেব একটু হকচকিয়ে গিয়েছিলেন। বৃহস্পতিবার তিনি কিন্তু ঘোর কাটিয়ে উঠেছেন। দিদির দেওয়া দায়িত্ব মাথা পেতে নিয়েছেন, দেবের উপলব্ধি, তিনি ঘুরতে ভালোবাসেন। পর্যটন তাঁর অন্যতম প্রিয় বিষয়। সেই বিষয়ে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে তিনি খুশি। গৌতম ঘোষ বাংলার পর্যটন নিয়ে তথ্যচিত্র নির্মাণ করবেন। দেব এই কাজেও শামিল হতে চান।

বিজ্ঞাপন
পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরতে চান মমতা। বাংলায় পাহাড়, সমুদ্র, অরণ্য- সব কিছুই আছে। আরও ভালোভাবে তা তুলে ধরা দরকার বলে মমতা মনে করেন।  কলকাতায় একটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হচ্ছে। ১৫শ’ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে এই কারণে। ৩৫ হাজার বর্গফুট এর এই ট্রেড সেন্টারে ৩৫ হাজার কর্মসংস্থান হবে। শিগগিরই কাজ শুরু হবে।     
 

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status