কলকাতা কথকতা
দিদির দেয়া দায়িত্ব মাথা পেতে নিচ্ছেন দেব
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৫ দিন আগে) ১৬ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ১১:০৫ পূর্বাহ্ন
শাহরুখ খান বেজায় ব্যস্ত। ও যেমন আছে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তেমনই থাকুক- দেব পর্যটনের বিষয়টা দেখুক। দেব হোক বাংলার পর্যটন অ্যাম্বাসেডর। শিল্প সংক্রান্ত বৈঠকের মধ্যে বুধবার যখন মমতা বন্দোপাধ্যায় এই বিষয়টি ঘোষণা করেন, দেব একটু হকচকিয়ে গিয়েছিলেন। বৃহস্পতিবার তিনি কিন্তু ঘোর কাটিয়ে উঠেছেন। দিদির দেওয়া দায়িত্ব মাথা পেতে নিয়েছেন, দেবের উপলব্ধি, তিনি ঘুরতে ভালোবাসেন। পর্যটন তাঁর অন্যতম প্রিয় বিষয়। সেই বিষয়ে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে তিনি খুশি। গৌতম ঘোষ বাংলার পর্যটন নিয়ে তথ্যচিত্র নির্মাণ করবেন। দেব এই কাজেও শামিল হতে চান।
বিজ্ঞাপন