ঢাকা, ২ এপ্রিল ২০২৩, রবিবার, ১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ১০ রমজান ১৪৪৪ হিঃ

কলকাতা কথকতা

চাকরি দেয়া সম্ভব হয় না, দয়া করে চাকরি খাবেন না: মমতা

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(২ সপ্তাহ আগে) ১৫ মার্চ ২০২৩, বুধবার, ১:১৫ অপরাহ্ন

mzamin

টাকা খাইয়ে শিক্ষক-শিক্ষিকা অথবা শিক্ষাকর্মীর চাকরি পাওয়া বেশ কিছু  মানুষের চাকরি নাকচ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মমতা বন্দোপাধ্যায় হাইকোর্টের রায়কে শিরোধার্য করে বলেছেন, এদের শাস্তি দিন, প্রয়োজনে আবার পরীক্ষায় বসান।  পরীক্ষা নেয়ার সব ব্যবস্থা সরকার করবে। শুধু, দয়া করে এদের চাকরি খাবেন না। চাকরি পাওয়া যায় না। চাকরি নিয়ে নেবেন না।  মমতা বন্দোপাধ্যায় প্রচ- আবেগপ্রবণ হয়ে পড়েন কথাগুলো বলতে গিয়ে। বলেন,  গতকালও চাকরি হারিয়ে দু'জন আত্মঘাতী হয়েছে, একটি বিয়ে ভেঙে গেছে। এদের পরিবারগুলো কী দোষ করেছে। এরা শাস্তি পাক।

বিজ্ঞাপন
কিন্তু চাকরি না চলে যাওয়াই ভালো। সিপিআইএম নেতা আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে তিনি বলেন, আইনজীবী কিংবা নেতা হিসেবে এদের চাকরি দিতে পারেন না, চাকরি খাবেন না। বামফ্রন্টের আমলে এইরকম অনৈতিক চাকরি অনেক হয়েছিল। তিনি ক্ষমতায় আসার পর একটি চাকরিও খাননি - এই কথা বলে মমতা জানান, মানবিকতার কারণেই এই চাকরি থেকে বরখাস্তের ঘটনা না ঘটাই উচিৎ । দুর্নীতি যারা করেছে তারা শাস্তি পাক, কিন্তু পরিবার পরিজন কেন সংকটে পড়বে? তাই, চাকরি বজায় রেখে অন্য শাস্তি দেয়ার পন্থী তিনি হতে চাইছেন।

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status