কলকাতা কথকতা
চাকরি দেয়া সম্ভব হয় না, দয়া করে চাকরি খাবেন না: মমতা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ সপ্তাহ আগে) ১৫ মার্চ ২০২৩, বুধবার, ১:১৫ অপরাহ্ন

টাকা খাইয়ে শিক্ষক-শিক্ষিকা অথবা শিক্ষাকর্মীর চাকরি পাওয়া বেশ কিছু মানুষের চাকরি নাকচ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মমতা বন্দোপাধ্যায় হাইকোর্টের রায়কে শিরোধার্য করে বলেছেন, এদের শাস্তি দিন, প্রয়োজনে আবার পরীক্ষায় বসান। পরীক্ষা নেয়ার সব ব্যবস্থা সরকার করবে। শুধু, দয়া করে এদের চাকরি খাবেন না। চাকরি পাওয়া যায় না। চাকরি নিয়ে নেবেন না। মমতা বন্দোপাধ্যায় প্রচ- আবেগপ্রবণ হয়ে পড়েন কথাগুলো বলতে গিয়ে। বলেন, গতকালও চাকরি হারিয়ে দু'জন আত্মঘাতী হয়েছে, একটি বিয়ে ভেঙে গেছে। এদের পরিবারগুলো কী দোষ করেছে। এরা শাস্তি পাক।
বিজ্ঞাপন