কলকাতা কথকতা
দমদমে তান্ত্রিককাণ্ডে বিজেপি যোগ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ১১ মার্চ ২০২৩, শনিবার, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:২৮ অপরাহ্ন
দমদমে পুলিশ ও বন দপ্তরের উদ্যোগে আটক তান্ত্রিক সৌরভ চৌধুরীকে জেরা করে শুক্রবার গভীর রাতে বনগাঁ থেকে গ্রেপ্তার করা হয় সঞ্জয় মন্ডল নামের এক যুবককে। এই সঞ্জয় মন্ডল আবার স্থানীয় বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের শ্যালক। পুলিশ এখন অনুসন্ধান করছে স্বপন মজুমদার এই কাণ্ডে কতটা যুক্ত আছেন। গ্রেপ্তার করা হয়েছে তান্ত্রিক সৌরভ চৌধুরীর স্ত্রী রাখিকেও। এই রাখির টিপস পেয়েই বন দপ্তর সৌরভের বাড়িতে চড়াও হয়। এখন জানা গেছে রাখিও এই তান্ত্রিককাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। বখরার ভাগ নিয়ে গন্ডগোল হতেই সে বন দপ্তরে অভিযোগ জানায়। পুলিশ লকআপে রাখির আত্মহত্যার চেষ্টা নিয়ে শুক্রবার রাতে কম নাটক হয়নি।
এদিকে জেরায় তান্ত্রিক নিজেকে ভূতসিদ্ধ বলে দাবি করে। সে জানায় মারণ, উচাটন, বশীকরণে তার বুৎপত্তি আছে। বাঘের নখ তার কাছে মজুত ছিল কারণ বাঘ নখ শত্রুকে জয় করায়। স্বেত হরিণের চামড়ার আসন কার্যসিদ্ধি করে। হরিণের সিং ধোয়া জল খেলে নাকি যৌন ক্ষমতা বাড়ে। অমাবস্যার রাতে পঞ্চমুন্ডির আসন বসাত সৌরভ, তাই তার কাছে নড়মুন্ডের খুলি ছিল বলে তার দাবি। এই খুলি সংগৃহীত হয়েছে কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজের মর্গ থেকে। বন দপ্তরের অনুমান, সৌরভ তার তান্ত্রিকতার আড়ালে বন্য প্রাণি পাচার করতো। এর পিছনে কোনও আন্তর্জাতিক চোরাচালান চক্র আছে বলে তাদের অনুমান। দক্ষিণ দমদম পুরসভার গ্ৰুপ ডি কর্মী সৌরভের ফ্যান ফলোয়ারের সংখ্যা কম নয়।
এদের মধ্যে ডিভোর্স এর দ্বারে দাঁড়ানো রমণী যেমন আছে তেমনই আছে প্রণয়ে ব্যর্থ যুবক- যুবতীও। এরা শনিবার সকালেও দমদম থানার সামনে বিক্ষোভ করে।