কলকাতা কথকতা
বনি সেনগুপ্তর কথায় নিয়োগ দুর্নীতির সঙ্গে টলিউডের যোগের বিষয় স্পষ্ট হলো
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ১০ মার্চ ২০২৩, শুক্রবার, ৯:০৮ অপরাহ্ন
নিয়োগ দুর্নীতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-ইডি’র জেরার পরদিন শুক্রবার মুখ খুললেন বনি সেনগুপ্ত। তিনি টলিউডের উঠতি নায়ক। একগুচ্ছ সিরিয়াল ও সিনেমায় অভিনয় করছেন। বনি বললেন, হ্যাঁ, নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই-এর হাতে ধরাপড়া কুন্তল ঘোষকে আমি চিনি। ওর ২০-২৫টি ইভেন্ট আমি করেছি। ৪০ লক্ষ টাকার মতো পেমেন্ট পেয়েছি। শেষ পেমেন্টটা আমি একটা গাড়ির শোরুমে সরাসরি দিতে বলেছিলাম। কারণ আমি একটা নতুন গাড়ি কিনেছিলাম। আমি সেই গাড়িটা বেচেও দিয়েছি। তাই আমার আর কিছু মনে নেই। কিন্তু কুন্তল ঘোষ গাড়ির টাকা বিষয়ক বনির এসব কথা অস্বীকার করলেও বলেছেন, বনি মাঝে মাঝে তার কাছ থেকে টাকা নিতেন।
বনির বাগদত্তা টলি অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় বলেন, তিনি এই বিষয়ের বিন্দুবিসর্গ জানেন না। বনির টাকা-পয়সার ব্যাপারটা তার বাবা মা-ই সামলান। তবে, কুন্তলের কাছে একটি ইভেন্টের বাবদ টাকা নেয়ার কথা তিনি স্বীকার করেন। বলেন, আমরা এন্টারটেইনের লোক, তাই আমাদের টাকা দেয়। কাজের বিনিময়ে বনি টাকা নিয়ে অন্যায় করেছেন তা মানতে রাজি নন কৌশানি।
এদিকে বিজেপিতে একসময় যোগ দেয়া বনি সম্পর্কে যাবতীয় দায়িত্ব ঝেড়ে ফেলেছে বিজেপি। শুভেন্দু অধিকারী বলেছেন, দু’বছর আগে বনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। বছরখানেক আগে দল ছেড়েও দেন। বনি নিজেও জানান, বিজেপি সম্পর্কে মোহভঙ্গ হওয়ায় তিনি দল ছাড়েন। তবে, নিয়োগ দুর্নীতিতে যে টলিউডের নাম জড়িয়ে গেল তা বলাই বাহুল্য।