ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

টেক্সাসে প্রাইমারি স্কুলে গুলি, নিহত অন্তত ২১

মানবজমিন ডেস্ক
২৬ মে ২০২২, বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত ১৯ শিশু প্রাণ হারিয়েছে। এছাড়া ওই হামলায় নিহত হয়েছেন এক শিক্ষক এবং হামলাকারীও। ওই হামলাকারী তরুণের বয়স ১৮ বছর বলে জানিয়েছেন টেক্সাসের গভর্নর। তাকে থামাতে গুলি করতে বাধ্য হয় আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জানা গেছে, হামলাকারীর নাম সালভাদর রামোস। তার ছবি প্রকাশ করা হয়েছে। 
বিবিসির খবরে জানানো হয়, একটি বন্দুক এবং এআর-১৫ এসল্ট রাইফেল নিয়ে হামলা চালায় রামোস। তিনি কেন এই নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছেন তা এখনো জানা যায়নি। তার প্রধান টার্গেট ছিল প্রাইমারি স্কুলের শিশুরা। যারা মারা গেছে তাদের বয়স ছিল ৭ থেকে ১০ বছরের মধ্যে। বেশিরভাগই স্কুলের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিজ্ঞাপন
এছাড়া স্কুলের শিক্ষক ইভা মিরেলেসও গুলিতে নিহত হয়েছেন। 
জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১টার দিকে গুলি শুরু হয়। ওই কিশোর একাই ঘটনাটি ঘটিয়েছে। ওই স্কুলে পাঁচ শতাধিক শিক্ষার্থী আছে এবং স্কুলে আসা অন্য শিক্ষার্থীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়। যদিও স্থানীয় হাসপাতালগুলো বলছে যে, স্কুল থেকে আনা কিছু শিক্ষার্থীকে জরুরি চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় হাসপাতাল ইয়ুভালডে মেমোরিয়াল এক ফেসবুকে পোস্টে বলেছে, অ্যাম্বুলেন্স ও বাসে করে ১৩ শিক্ষার্থীকে সেখানে নেয়া হয়েছে।
এদিকে এ হামলা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী শনিবার দেশের পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের নির্বিচার গুলির ঘটনা শুনতে শুনতে তিনি হতাশ ও ক্লান্ত। তিনি বন্দুক নিয়ন্ত্রণের জন্য আহ্বান জানিয়েছেন। শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ দেশটির প্রায় সব পর্যায়ের রাজনীতিকরাই। এ ধরনের ঘটনা এড়াতে একটি গ্রহণযোগ্য বন্দুক নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস।
দক্ষিণ টেক্সাসের এই বন্দুক হামলার পর নড়েচড়ে বসেছে মার্কিন কর্তৃপক্ষ। দেশটিতে বন্দুক সহিংসতা নিয়ে ক্রমবর্ধমান আলোচনা চলছে। অস্ত্র নিয়ন্ত্রণের দাবি জোরদার হচ্ছে দেশজুড়ে। এরই মধ্যে এ ঘটনা ঘটলো। যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরেই এভাবে নির্বিচার গুলি করে হত্যার ঘটনা ঘটছে। বিশেষ করে স্কুলে এভাবে গুলির ঘটনা দেশটিতে মারাত্মক আকার ধারণ করেছে। শিক্ষা বিষয়ক একটি প্রকাশনার তথ্য অনুযায়ী গত বছরেই এ ধরনের অন্তত ২৬টি ঘটনা ঘটেছে। এমনকি স্কুলের পাঠক্রমে এ ধরনের ঘটনা হলে তা থেকে কীভাবে উদ্ধার পাওয়া যাবে তা শেখানো হয়। তারপরও বন্দুক নিয়ন্ত্রণ নিয়ে সেখানকার রাজনৈতিক মহল বিভক্ত।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status