কলকাতা কথকতা
দমদমে গ্রেপ্তার তান্ত্রিক, কী উদ্ধার হলো বাড়ি থেকে?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ সপ্তাহ আগে) ১০ মার্চ ২০২৩, শুক্রবার, ১১:২৬ পূর্বাহ্ন
রক্তবস্ত্র পরিহিত সৌরভ চৌধুরী। দক্ষিণ দমদম পুরসভার কর্মী এই মানুষটি নাকি তন্ত্র কর্মের মাধ্যমে ভূত নামাতে পারেন। মারণ, বশীকরণ, উচাটন তার বাঁ হাতের খেলা। এহেন সৌরভ চৌধুরীকে গ্রেপ্তার করলো বন দপ্তরের অফিসাররা দমদম পুলিশের সাহায্যে। দমদমের আমবাগানের প্রাইভেট রোডে সৌরভের বাড়িতে হানা দিয়ে উদ্ধার হলো সাদা হরিণের চামড়া, হরিণের সিং, বাঘের দাঁত এবং বন্যপ্রাণির দেহের অংশ। মিললো মানুষের মাথার খুলিও। গ্রেপ্তার করা হয়েছে সৌরভকে, তার বাবা রাখাল চৌধুরী ও দুই শাগরেদ দুলাল অধিকারী ও অরিজিৎ গুহকে। পনের দাবিতে স্ত্রীর ওপর অত্যাচার চালাতো তান্ত্রিক। সেই স্ত্রীর কাছ থেকেই টিপ পেয়ে এই অভিযান। বন দপ্তরের ধারণা- সৌরভ আন্তর্জাতিক বন্যপ্রাণি চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত।