কলকাতা কথকতা
কলকাতা কথকতা
অনুব্রত মন্ডলের দিল্লি যাওয়ায় বাধা নেই, আদালতের স্পষ্ট নির্দেশ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ সপ্তাহ আগে) ৬ মার্চ ২০২৩, সোমবার, ৩:৪৬ অপরাহ্ন
অনুব্রত মন্ডলকে দিল্লিতে ইডির (ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট) জেরার জন্য নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়েছিল। দাপুটে তৃণমূল নেতাকে কারা দিল্লি নিয়ে যাবে তা স্থির ছিলো না। আজ সোমবার আসানসোলের সিবিআই আদালত সাফ নির্দেশ দিয়ে দিলো- কীভাবে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া হবে সে ব্যাপারে। আসানসোলের আদালতের নির্দেশ অনুযায়ী, জেলা পুলিশ অনুব্রত মন্ডলকে কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। তারাই অনুব্রতকে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করবে। ডাক্তারি পরীক্ষার পর অনুব্রতকে ইডির হেফাজতে দেয়া হবে। ইডির দায়িত্ব অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার। রাউলস এভেনিউ কোর্টের নির্দেশে অনুব্রতকে দিল্লিতে জেরা করবে ইডির বাছাইকৃত অফিসাররা। তাকে রাখা হবে তিহার জেলে। অনুব্রত মামলায় অভিযুক্ত অন্যদের একসঙ্গে বসিয়ে জেরা করা হবে।