ঢাকা, ২ এপ্রিল ২০২৩, রবিবার, ১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ১০ রমজান ১৪৪৪ হিঃ

কলকাতা কথকতা

কলকাতা কথকতা

একদিনে ৭ শিশুর মৃত্যু, অ্যাডিনো ভাইরাস আতঙ্ক

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(৩ সপ্তাহ আগে) ৫ মার্চ ২০২৩, রবিবার, ৯:০৫ অপরাহ্ন

সন্ধ্যা ছটা বেজে ৫০ মিনিটে সপ্তম শিশুটির মৃত্যু হলো বিসি রায় শিশু হাসপাতালে।  রবিবার সকাল থেকে এ নিয়ে ৭ শিশু মৃত্যুর ঘটনা ঘটলো  কলকাতায়।  অন্য হাসপাতালেও বেশ কিছু শিশু ইনটেনসিভ কেয়ার ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছে। ৯ দিনে মোট ৪০  শিশু মৃত্যুর ঘটনা ঘটলো কলকাতায়।  রবিবারেই মৃত্যুর ঘটনায় একটি শিশুর ক্ষেত্রে সরাসরি অ্যাডিনো ভাইরাস পাওয়া গেছে।  অন্যগুলির ক্ষেত্রে পরীক্ষার আগে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।  তবে উপসর্গগুলি সব একই রকম। জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট। বিশিষ্ট শিশু চিকিৎসক ডা. অপূর্ব ঘোষের মতে, অ্যাডিনো ভাইরাস এবং রাইনো ভাইরাস শিশুদের মধ্যে প্রতি বছরই ছড়ায়। এবার তা একটু ব্যাপক আকারে দেখা গেছে।

বিজ্ঞাপন
২০০৮ সালে অ্যাডিনো এইরকমই বিপজ্জনক হয়েছিল। এবার আবার তা ভয়ঙ্কর হয়েছে। কার্যত যা করোনার মতোই।  
এদিকে অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ কলকাতার হোলি উৎসবকে কিছুটা বিবর্ণ করছে। জল রঙের বদলে ভেষজ আবীর, ফুলের পাপড়ির দিকে মানুষ বেশি ঝুঁকছে। সল্ট লেকে  এক প্রাক হোলি উৎসবে রবিবার সন্ধ্যায় দেখা গেল সেই ছবি। মানুষ মুখে মাস্ক বেঁধে ভেষজ আবীর দিয়ে আবীর খেলছে। আসলে, অ্যাডিনো ভাইরাস এক ভীতির বাতাবরণ  সৃষ্টি করেছে, তা সে শিশুদের মধ্যেই হোক আর বড়দের মধ্যে হোক।  কেউ চাইছে না করোনা যুগের পুনরাবৃত্তি।
 

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status