কলকাতা কথকতা
গরুকে জাতীয় প্রাণী ঘোষণার রায়, গো-হত্যা বন্ধে কেন্দ্রকে আর্জি এলাহাবাদ হাইকোর্টের
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ৫ মার্চ ২০২৩, রবিবার, ১০:৩৬ পূর্বাহ্ন
এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ একটি রায়ে কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছে- গরুকে জাতীয় প্রাণী হিসেবে ঘোষণা করা হোক। অবিলম্বে গো হত্যা বন্ধে দেশজুড়ে আইন জারি করা হোক। বিচারপতি শামীম আহমেদ এই রায় জারি করে বলেন, হিন্দু শাস্ত্রে গরুকে পবিত্র প্রাণী বলে বর্ণনা করা হয়েছে। এই প্রাণীকে গোটা ভারতে ভগবতী জ্ঞানে পুজো করা হয়। এই প্রাণী হত্যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। বিচারপতি শামীম আহমেদ বড়োবাঙ্কির এক ব্যবসায়ীর গরুর মাংস বিক্রি করার মামলার রায় দিচ্ছিলেন। তখন তিনি বলেন, তিনি হিন্দুশাস্ত্র পড়েছেন, গরু নন্দীরূপে শিবের বাহন, ইন্দ্র কামধেনুর সঙ্গে সংশ্লিষ্ট। ভগবান শ্রী কৃষ্ণ গো পালক ছিলেন, এই অবস্থায় গো হত্যা অন্যায় শুধু নয়, বেআইনি। কেন্দ্রীয় সরকারের কাছে আবেদনে বিচারপতি আহমেদ বলেন, অবিলম্বে কেন্দ্রীয় আইন প্রবর্তন করা উচিত গো হত্যা বন্ধে। বিচারপতির এই নির্দেশে দেশজুড়ে প্রতিক্রিয়া শুরু হয়েছে। কারণ গো মাংস বিক্রি একটি জীবিকা। সেই জীবিকায় হাত পড়লে কী হতে পারে তা নিয়ে দ্বিধাবিভক্ত জনতা ।