ঢাকা, ২২ মার্চ ২০২৩, বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৯ শাবান ১৪৪৪ হিঃ

কলকাতা কথকতা

কী বলেছিলেন মমতা, যার জবাব দিয়ে কৌস্তভ গ্রেপ্তার হলেন

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(২ সপ্তাহ আগে) ৫ মার্চ ২০২৩, রবিবার, ৯:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:১৩ পূর্বাহ্ন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে আটক কংগ্রেস মুখপাত্র ও আইনজীবী কৌস্তভ বাগচী জামিন পেয়েই মুণ্ডিত মস্তক হয়ে বলেছেন, মমতা  ক্ষমতা থেকে অপসারিত হওয়ার আগে তিনি আর মাথায় চুল রাখবেন না।  কৌস্তভের পক্ষে একশ’ আইনজীবী আদালতে দাঁড়ান। তিনটি ধারায় কৌস্তভের বিরুদ্ধে মামলা করা হয়েছিল।  বিচারপতি তাকে জামিন দেন মামলার গুরুত্ব বিবেচনা করে।  অধীর চৌধুরীর ব্যাপারে মমতার একটি মন্তব্যের প্রতিবাদে কৌস্তভ সংবাদ সম্মেলনে মমতার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন। এজন্য কৌস্তভকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় শনিবার। কিন্তু কী বলেছিলেন মমতা এবং কৌস্তভ?

পশ্চিমবঙ্গের রাজনীতি কোন তলানিতে পৌঁছেছে তার প্রমাণ সাগরদীঘি উপ-নির্বাচনে কংগ্রেস প্রার্থী বায়রণ বিশ্বাসের জয়ের পর করা মন্তব্যগুলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধীর চৌধুরী সম্পর্কে বলতে গিয়ে কয়েকবছর আগে অধীরের মেয়ের আত্মঘাতী হওয়ার ঘটনার উল্লেখ করেন। বলেন, অধীরের মেয়ের আত্মহত্যার কারণ খতিয়ে দেখা উচিত। এর জবাবে কৌস্তভ  মমতার ব্যক্তিগত কিছু প্রসঙ্গ তোলেন।

বিজ্ঞাপন
তার বিয়ে হয়েছিল কি-না, হলে স্বামীর নাম কী তিনি প্রকাশ্যে ঘোষণা করতে বলেন।  তিনি তৃণমূল বিধায়ক দীপক ঘোষের লেখা একটি বইয়ের উল্লেখ করে বলেন, প্রয়োজনে  তিনি বইটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন। তৃণমূলের অন্দরে এই বিষয়টি নিয়ে দ্বন্দ্ব রয়েছে। কুনাল ঘোষ বলেছেন, কৌস্তভকে গ্রেপ্তার করে হিরো করে দেয়া হলো। শশী পাঞ্জা এবং তাপস রায় মনে করেন, যা হয়েছে ঠিকই হয়েছে।        

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status