কলকাতা কথকতা
কলকাতা কথকতা
কলকাতা হাইকোর্টের রায়- অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে বাধা নেই
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ৫ মার্চ ২০২৩, রবিবার, ৭:৪৬ অপরাহ্ন
গরু পাচারকাণ্ডে অভিযুক্ত তৃণমূলের অন্যতম প্রধান নেতা অনুব্রত মন্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করায় কোনো সমস্যা নেই। শনিবার বিকেলে কলকাতা হাইকোর্টের বেঞ্চ অনুব্রত মন্ডলের দিল্লি না যাওয়ার আর্জি নাকচ করে জানায়, তদন্তের সুবিধার জন্য অনুব্রত মন্ডলকে ইডি(ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট) দিল্লি নিয়ে যেতে পারে। তবে, যাওয়ার আগে কোনো নামী হাসপাতাল থেকে অনুব্রতকে ফিট সার্টিফিকেট নিতে হবে।
উল্লেখযোগ্য, দিল্লির রাউলস অ্যাভিনিউ আদালত অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার ব্যাপারে রায় দিয়েছিল। অনুব্রত সেই রায়ে স্থগিতাদেশের জন্য আবেদন করেন। হাইকোর্টের রায়ের পর ইডি-সিবিআই তোড়জোড় করছে বীরভূমের জেলবন্দি এই নেতাকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য। অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার প্রয়োজনীয়তা জানিয়ে আদেশ জারি করেছিল ইডি। তাদের সেই আদেশের বিরুদ্ধে অনুব্রত আবেদন করেন। এরপর দিল্লির রাউলস অ্যাভিনিউ কোর্ট অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার আবেদন মঞ্জুর করেছিল। অনুব্রত সেই রায়ের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন। কিন্তু একই মামলা নিয়ে তিনি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ায় কলকাতা হাইকোর্ট তাকে এক লক্ষ টাকা জরিমানাও করেছে।