কলকাতা কথকতা
জাতীয় রাজনীতিতে মমতা কি একা হয়ে গেলেন!
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(২ সপ্তাহ আগে) ৪ মার্চ ২০২৩, শনিবার, ১:১৭ অপরাহ্ন

জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কি একা হয়ে গেলেন? তিনি জাতীয় নেত্রী হয়ে ওঠার যে স্বপ্ন দেখেছিলেন তা কি অধরাই থেকে গেল! রাজনীতিতে যারা শেষ কথা বলে, তারা যে অজ্ঞ তা বলে দেয়ার অপেক্ষা থাকে না। তাই মমতার ভবিষ্যৎ নিয়ে আগাম মন্তব্যও অর্থহীন। উদ্ভূত পরিস্থিতিতে এটা বলা বোধহয় অপ্রাসঙ্গিক হবে না যে, জাতীয় রাজনীতিতে মমতা এই মুহূর্তে একা হয়ে গেছেন।
মুর্শিদাবাদের সাগরদীঘির উপ-নির্বাচনের ফল তাকে বড় একা করে দিয়েছে। এই সাগরদীঘিতে তিনি ২০১১ সালে একমাত্র বিধায়ক পেয়েছিলেন বিশ্বস্ত সুব্রত সাহাকে। এবার বাম সমর্থনে কংগ্রেস প্রার্থী বায়রণ বিশ্বাস তৃণমূল প্রার্থীকে পরাজিত করেছেন, তৃতীয় স্থানে ফেলে দিয়েছেন বিজেপিকে। তৃণমূলের ভোট এবার ৩০ হাজার ৫০৮টি কমেছে। কংগ্রেস এবং বামের ভোট গেছে বায়রণ বিশ্বাসে। তিনি পেয়েছেন ৮৭ হাজার ৬৬৭টি ভোট। অর্থাৎ ২০২১-এর সাধারণ নির্বাচন থেকে ৫৭ হাজার ৩৬৩টি ভোট বেশি। বিজেপির ভোট কমেছে ১৯ হাজার ১৬৮টি।
পাঠকের মতামত
মমতার যাই হোক না কেন কংগ্রেস মনে হয় আর আগের সেই সোনালী দিনে ফিরতে পারবেনা।