কলকাতা কথকতা
ম্যাসাজ পার্লারের আড়ালে অনৈতিক কাজ, গ্রেপ্তার ৭ তরুণী
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ৪ মার্চ ২০২৩, শনিবার, ১০:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৮ অপরাহ্ন

ফাইল ছবি
বিষয়টিতে নতুনত্ব নেই। ম্যাসাজ পার্লার আর স্পা’র আড়ালে মধুচক্র চালানোর ব্যবসা যে চলে তাতো দিনের আলোর মতো স্পষ্ট। কিন্তু, বিধাননগর পুলিশের চোখ কপালে উঠলো কলকাতার সল্ট লেক সিটির বি/এ ব্লকের একটি ম্যাসাজ পার্লারে গিয়ে। স্বল্পবসনা সাত তরুণী কাস্টমারদের যৌন আনন্দ দিচ্ছেন, না সরাসরি নয়, সেক্স টয় ব্যবহার করে। গ্রাহকরা বুদ হয়ে আছেন নতুন এই নেশায়। তরুণীরা টয়গুলি পরিচালনা করছেন। কখনও ক্লায়েন্টদের ঘনিষ্ঠও হচ্ছেন। বি/এ ব্লক রেসিডেন্ট এসোসিয়েশনের দেয়া টিপটি যে মিথ্যা ছিলো না তা বুঝতে অসুবিধা হয়নি পুলিশের। শুধু পন্থাটি দেখে তাদের চক্ষু স্থির হয়। সামাজিক লোকলজ্জার ভয়ে বাড়িতে এসব আপত্তিকর উপকরণ নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই এই ম্যাসাজ পার্লার। বিধাননগর পুলিশ ১০ তরুণী, সাত কর্মী, পার্লারের ম্যানেজার এবং ৮ কাস্টমারকে গ্রেপ্তার করেছে। তরুণীদের বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে। বেশির ভাগেরই বাড়ি উত্তরচব্বিশ পরগনার বারাসত, বনগাঁ, হাবড়া। কলকাতার রাজারহাট এলাকার দুই তরুণী আছে। এই তরুণীরা সকলেই যৌন আবেদনময়ী। রিক্রুট করার পর এক ম্যাডাম তাদের প্রশিক্ষণ ও কাস্টমার কেয়ার সম্পর্কিত বিষয়ে ট্রেনিং দেন। পুলিশ সেই ম্যাডামের খোঁজ করছে। এই ম্যাসাজ পার্লারের মালিক একজন অবাঙালি ব্যবসায়ী বলে জানা গেছে। পুলিশ তার খোঁজ করছে।