কলকাতা কথকতা
ম্যাসাজ পার্লারের আড়ালে অনৈতিক কাজ, গ্রেপ্তার ৭ তরুণী
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ সপ্তাহ আগে) ৪ মার্চ ২০২৩, শনিবার, ১০:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৮ অপরাহ্ন

ফাইল ছবি
বিষয়টিতে নতুনত্ব নেই। ম্যাসাজ পার্লার আর স্পা’র আড়ালে মধুচক্র চালানোর ব্যবসা যে চলে তাতো দিনের আলোর মতো স্পষ্ট। কিন্তু, বিধাননগর পুলিশের চোখ কপালে উঠলো কলকাতার সল্ট লেক সিটির বি/এ ব্লকের একটি ম্যাসাজ পার্লারে গিয়ে। স্বল্পবসনা সাত তরুণী কাস্টমারদের যৌন আনন্দ দিচ্ছেন, না সরাসরি নয়, সেক্স টয় ব্যবহার করে। গ্রাহকরা বুদ হয়ে আছেন নতুন এই নেশায়। তরুণীরা টয়গুলি পরিচালনা করছেন। কখনও ক্লায়েন্টদের ঘনিষ্ঠও হচ্ছেন। বি/এ ব্লক রেসিডেন্ট এসোসিয়েশনের দেয়া টিপটি যে মিথ্যা ছিলো না তা বুঝতে অসুবিধা হয়নি পুলিশের। শুধু পন্থাটি দেখে তাদের চক্ষু স্থির হয়। সামাজিক লোকলজ্জার ভয়ে বাড়িতে এসব আপত্তিকর উপকরণ নিয়ে যাওয়া সম্ভব নয়।
পাঠকের মতামত
ম্যাসেজ পার্লারে যে কাজটি হয় ওটা অনৈতিক কাজ নয় । ওকে বলে নৈতিক কাজ ! ও কাজটা না করলে ওদের ব্যাবসায় বারোটা বেজে যাবে। তবে রাস্তা ঘাটে না করার চেয়ে নির্দিষ্ট স্থানে করাই ভাল।