কলকাতা কথকতা
বেনাপোলে ৪০ সেকেন্ডেই ইমিগ্রেশন
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ৩ মার্চ ২০২৩, শুক্রবার, ১১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২২ পূর্বাহ্ন

সড়কপথে বাংলাদেশ যাওয়া কিংবা বাংলাদেশ থেকে ভারতে আসার পথ আরও সুগম হলো। ইমিগ্রেশনের জন্য এখন আর অপেক্ষা করতে হবে না। মাত্র ৪০ সেকেন্ডেই মিলবে অভিবাসন। যশোরের বেনাপোল সীমান্তে বসছে ইলেক্ট্রনিক ইমিগ্রেশন গেট। শনিবার বেনাপোলের এই ই-গেটের উদ্বোধন করবেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছটি ই-গেট বসছে বেনাপোল সীমান্তে। বৈধ পাসপোর্ট থাকলেই ই-গেটের দরজা খুলে যাবে। ইমিগ্রেশনের জন্য আর দশ মিনিট অপেক্ষা করতে হবে না। তবে, অন্যের পাসপোর্ট হাতে নিলে ইমিগ্রেশনের দরজা খুলবে না। শনিবার এই পরিষেবার সূচনা করা ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী একটি জনসভায় ভাষণ দেবেন। সীমান্ত রক্ষী ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজিবি’র যৌথসভায় অংশ নেবেন। ভারত- বাংলাদেশের মধ্যে সাধারণ মানুষের আদান-প্রদান ও ব্যবসায়িক লেনদেনে সহায়ক হবে এই ই-গেট। শনিবার বিকেল চারটায় এই ই-গেটের দরজা খুলবে বলে যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিস জানিয়েছে।