কলকাতা কথকতা
কলকাতার বাজারে পটলের কেজি ১০০ টাকা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ সপ্তাহ আগে) ১ মার্চ ২০২৩, বুধবার, ১১:০৭ পূর্বাহ্ন

চাষি থেকে আরম্ভ করে ক্রেতা-বিক্রেতা সবার মাথায় হাত। সবুজ সরেস পটল যেন পটল তুলেছে। বিরাট কোহলির ব্যাটের পরাক্রম দেখিয়ে দামে পটল সেঞ্চুরি ছুঁয়েছে। অর্থাৎ ১০০ টাকা কেজিতে পটল বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে দাম বেড়েছে তাই খুচরো ব্যবসায়ীরাও দাম বাড়াতে বাধ্য হয়েছেন। এর কারণ এখনও অজ্ঞাত। সবজির মধ্যে পটলের পরেই আছে এঁচোড়। এঁচোড় বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কিলো দরে। এর বাইরে বাঙালির রোজকার খাদ্য আলু, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, কুমড়ো সস্তা। একটা ফুলকপি বিক্রি হচ্ছে ১০ টাকা দামে।
বিজ্ঞাপন
পাঠকের মতামত
এমাসের শেষে নদীয়ার পটল উঠলেই তখন ২০ টাকা কেজিতে অনেকেই কিনবে না।
গরুর মাংশ এবং চিনির দাম কত ?