ঢাকা, ২২ মার্চ ২০২৩, বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৯ শাবান ১৪৪৪ হিঃ

কলকাতা কথকতা

কলকাতার বাজারে পটলের কেজি ১০০ টাকা

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(২ সপ্তাহ আগে) ১ মার্চ ২০২৩, বুধবার, ১১:০৭ পূর্বাহ্ন

mzamin

চাষি থেকে আরম্ভ করে ক্রেতা-বিক্রেতা সবার মাথায় হাত। সবুজ সরেস পটল যেন পটল তুলেছে। বিরাট কোহলির ব্যাটের পরাক্রম দেখিয়ে দামে পটল সেঞ্চুরি ছুঁয়েছে। অর্থাৎ ১০০ টাকা কেজিতে পটল বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে দাম বেড়েছে তাই খুচরো ব্যবসায়ীরাও দাম বাড়াতে বাধ্য হয়েছেন। এর কারণ এখনও অজ্ঞাত। সবজির মধ্যে পটলের পরেই আছে এঁচোড়। এঁচোড় বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কিলো দরে। এর বাইরে বাঙালির রোজকার খাদ্য আলু, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, কুমড়ো সস্তা। একটা ফুলকপি বিক্রি হচ্ছে ১০ টাকা দামে।

বিজ্ঞাপন
বাঁধাকপি একটা ১৫ টাকা, বেগুন - কুমড়ো ৩০ টাকা কেজি। ঢেঁড়স, টমেটো ২০ টাকা প্রতি কিলো। সিমেরও একই দাম। কাঁচালঙ্কা দেড়শ’ গ্রাম ১০ টাকা। পাতি লেবু  তিন টাকা পিস। মাছের বাজারে অবশ্য আগুনই জারি আছে। রুই ১৮০ থেকে ২০০ টাকা, কই ৪০০ টাকা, ছোট ট্যাংরা ১৫০ টাকা, বাগদা চিংড়ি ৩৫০, কাতলা ৩৫০ আর লোটে মাছ ১২০ টাকা প্রতি কেজি। তুলনায় ডিমের দাম সস্তা। এক পিস ডিম পাঁচ টাকা। মুরগির মাংস ২০০ টাকা কেজি। আর খাসির মাংসে হাত দেয়াই দুষ্কর।  ৭২০ থেকে ৮০০ টাকা কেজি।
 

পাঠকের মতামত

এমাসের শেষে নদীয়ার পটল উঠলেই তখন ২০ টাকা কেজিতে অনেকেই কিনবে না।

nixon tapi
১ মার্চ ২০২৩, বুধবার, ৪:৩৪ পূর্বাহ্ন

গরুর মাংশ এবং চিনির দাম কত ?

সাব্বির বখশ মোড়ল
১ মার্চ ২০২৩, বুধবার, ১২:৩৭ পূর্বাহ্ন

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status