কলকাতা কথকতা
সাড়ে ৫ লাখ সমস্যা, সমাধানে কী পথ বাতলে দিলেন মমতা?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ মাস আগে) ২৭ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ৪:৪৪ অপরাহ্ন
পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস বিরোধী দলগুলোকে এক ইঞ্চিও জমি যে ছাড়তে চাইছে না তার প্রমাণ মিললো মমতা বন্দোপাধ্যায়ের ডাকা জরুরি বৈঠকে। সোমবার দুপুরে নবান্নে এই বৈঠকে মমতা সাফ জানিয়ে দেন, রাজ্য সরকারকেও আরো বেশি উদ্যোগী হতে হবে অসমাপ্ত কাজের ব্যাপারে।
মমতার দূতরা গত দু’মাস ধরে রাজ্যের প্রত্যন্ত অঞ্চল ঘুরে তথ্য সংগ্রহ করেছেন। সমস্যা বিভিন্ন ক্ষেত্রে আছে। মোট সমস্যার পরিমাণ সাড়ে পাঁচ লাখ। মমতা বলেন, দিদির দূতরা যে সমস্যার কথা তুলে এনেছেন এবার সরকারের দপ্তরগুলোকে সক্রিয় হতে হবে। তিনি প্রতিটি বিভাগের জন্য একটি করে টাস্ক ফোর্স গড়ার কথা বলেছেন। এই টাস্ক ফোর্সের মূল দায়িত্বে থাকবেন বিভাগীয় সচিব। প্রতিটি জেলায় একজন করে অতিরিক্ত জেলা শাসক এই সমস্যা সমাধানের বিষয়টি দেখবেন। কন্যাশ্রী ও স্বাস্থ্যসাথী বিষয়ে সমস্যা থাকলে তা দ্রুত নিষ্পত্তি করতে হবে।