শিক্ষাঙ্গন
মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কারে ভূষিত
বিআইইউ’র ভিসি প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ২৭ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৪৭ অপরাহ্ন

উচ্চ শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার-২০২৩ (Mahatma Ghandhi International peace Award-২০২৩) পদকে ভূষিত হয়েছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকার ভিসি প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া। গত ২৪শে ফেব্রুয়ারি বিকাল ৩টায় পশ্চিমবঙ্গের বারাসাত রবীন্দ্র ভবন মিলনায়তনে ভারত-বাংলাদেশ কালচারাল কাউন্সিল’ আয়োজিত দুই বাংলার গুণীজন সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তাকে এই পদকে ভূষিত করা হয়।
পুরস্কার উত্তর বিশ্ববিদ্যালয়ের গ্রীন মডেল টাউন স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে আজ সোমবার তাকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ভিসি প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া তার এওয়ার্ডটি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়কে উৎসর্গ করে বলেন, উচ্চতর শিক্ষার কোন বিকল্প নেই। তাত্ত্বিক ও প্রায়োগিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশকে জ্ঞান ও বিজ্ঞানের সকল দিকের উন্নয়ন সাধন করতে হবে। তবেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা তথা আগমি দিনের স্মার্ট বাংলাদেশ কায়েম করা সম্ভব।
সংবর্ধনা অনুষ্ঠানে ভিসিকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন ইসলামিক স্টাডিজ বিভাগের সিনিয়র প্রফেসর মানসুরর রহমান, রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী, সেন্টার ফর জেনারেল এডুকেশনের অধ্যাপক আব্দুল হাই শিকদার, আইন বিভাগের চেয়ারম্যান ড. গোলাম রসুল, ইংরেজী বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাওসার আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান সুলতান আহমদ, সেন্টার ফর জেনারেল এডুকেশনের সহকারী অধ্যাপক এম আমীরুল হক পারভেজ চৌধুরী, ফাতেমা খাতুন হলের প্রভোস্ট নাইমা ফারহানা খান, সহকারী অধ্যাপক আব্দুস সবুর।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মিজানুর রহমান।
উল্লেখ্য, ২৪শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বারাসাত রবীন্দ্র ভবন মিলনায়তনে ভারত-বাংলাদেশ কালচারাল কাউন্সিল’ আয়োজিত দুই বাংলার গুণীজন সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তাকে এই পদকে ভূষিত করা হয়। ভারত-বাংলাদেশ কালচারাল কাউন্সিলের সভাপতি শুভ দ্বীপ চক্রবর্তীর সভাপতিত্বে মঞ্চে পশ্চিমবঙ্গ থেকে উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন সংসদ সদস্য আহমেদ হাসান ইমরান, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি অধ্যাপক ওয়ায়েজুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ আবু সিদ্দিক খান, ইমাম-মুয়াজ্জিন সমিতির রাজ্য সম্পাদক হাফেজ আজিজউদ্দিন, ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসবের সদস্য ও আমার আশা ফাউন্ডেশন-এর চেয়ারম্যান মোশাররফ হোসেন মোল্লা, ভারত-বাংলাদেশ কালচারাল কাউন্সিলের কর্মকর্তা আর কে রিপন প্রমুখ।