কলকাতা কথকতা
আজ মমতা নবান্নে জরুরি বৈঠক ডাকলেন যেকারণে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ২৭ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ১১:৪৮ পূর্বাহ্ন
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সোমবার নবান্নতে জরুরি বৈঠক ডাকলেন। পঞ্চায়েত ভোটের প্রেক্ষিতে জনগণের চাহিদা এবং তা দ্রুত পূরণের উদ্দেশ্যে এই বৈঠকে ডাকা হয়েছে ১৫টি বিভাগীয় সচিবদের। কোন দপ্তর কিভাবে কাজ করছে তা মূল্যায়নের জন্যই এ বৈঠক। মমতা নিজে কিছু কাজ দ্রুত শেষ করার জন্য আজ নির্দেশ দেবেন। জনস্বাস্থ্য কারিগরি বিভাগকে বেশ কিছু অঞ্চলে গভীর নলকূপ বসানোর নির্দেশ দিতে পারেন তিনি। হেলথ সেন্টারগুলির সংস্কার ও নতুন হেলথ সেন্টার নিয়েও নির্দেশ থাকবে। রাজ্যে মিড ডে মিল নিয়ে নানা অভিযোগ আসছে, তা নিয়েও মমতা নির্দেশ দিতে পারেন।
উল্লেখযোগ্য, রাজ্যে পঞ্চায়েত ভোট সম্পর্কিত বিজ্ঞপ্তি এখনও প্রকাশ হয়নি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর এই বিজ্ঞপ্তি প্রকাশ হবে। এপ্রিলের শেষ অথবা মে’র প্রথম সপ্তাহে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে এক দফায় ও দক্ষিণ বঙ্গে দু’দফায় ভোট হতে পারে।