ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

নজরুল পদক পেলেন প্রীতি কুমার মিত্র ও সুজিত মোস্তফা

নজরুল বিশ্ববিদ্যালয় থেকে সংবাদদাতা
২৫ মে ২০২২, বুধবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী উপলক্ষে নজরুল পদক পেয়েছেন প্রয়াত অধ্যাপক প্রীতি কুমার মিত্র এবং শিল্পী সুজিত মোস্তফা। মঙ্গলবার নজরুল জন্মজয়ন্তী উৎসবের প্রথম দিনের অনুষ্ঠানে এ পদক প্রদান করা হয়। নজরুল সাহিত্যে এবং সংগীতে বিশেষ অবদানের জন্য এ দু’জনকে পদক প্রদান করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। সাহিত্যে অবদানের জন্য প্রীতি কুমার মিত্রের পক্ষে ট্রেজারার মো. জালাল উদ্দীন পদক গ্রহণ করেন। সংগীতে অবদানের জন্য পদক গ্রহণ করেন শিল্পী সুজিত মোস্তফা নিজেই। শিল্পী সুজিত একজন নজরুল সংগীত শিল্পী, সংগঠক, গবেষক ও সংগীত প্রশিক্ষক। নজরুলের গানের শুদ্ধচর্চা, বিকাশ ও সুরেরধারা প্রজন্ম থেকে প্রজন্মে জ্বালিয়ে রাখতে কাজ করে যাচ্ছেন তিনি।
অন্যদিকে ড. প্রীতি কুমার মিত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে (১৯৭৪-৭৭) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে (১৯৮৫-২০০৭) দীর্ঘকাল অধ্যাপনা করেছেন। মুক্তিযুদ্ধের সময়ে তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে ঞযব উরংংবহঃ ড়ভ ঘধুৎঁষ ওংষধস এবং ‘চিন্তার স্বাধীনতার ইতিহাস’ বিশেষ উল্লেখযোগ্য। ২০০৭ সালের ৮ই অক্টোবর তিনি পরলোকগমন করেন।
উল্লেখ্য, নজরুল জন্মজয়ন্তীর প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বিজ্ঞাপন
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন। এ ছাড়াও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক সৌমিত্র শেখর এবং সঞ্চালনা করেন রেজিস্ট্রার কৃষিবিদ অধ্যাপক হুমায়ুন কবীর।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status