শিক্ষাঙ্গন
আন্তর্জাতিক শিক্ষায় শিক্ষার্থীদের পাশে স্টাডি গ্রুপ
স্টাফ রিপোর্টার
(৯ মাস আগে) ২৫ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার, ১২:১৪ অপরাহ্ন

দেশের বাইরে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে এসেছে স্টাডি গ্রুপ। শিক্ষার্থীদের দক্ষতা ও সাফল্য নিশ্চিত করতে বিশ্বব্যাপী ৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করছে স্টাডি গ্রুপ। উন্নতমানের শিক্ষায় উন্নত বিশ্ব গড়তে বিশ্বের নানা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় পরামর্শক হিসেবে স্টাডি গ্রুপ কাজ করছে।
স্টাডি গ্রুপের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক (নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা) শ্রীনি বান্দারা বলেন, ‘সফল ও উন্নতমানের উচ্চ শিক্ষার জন্য সঠিক পথ খুঁজে পাওয়া শিক্ষার্থীদের জন্য কঠিন বিষয়। এক্ষেত্রে সহায়ক বন্ধুর ভূমিকা পালন করছে স্টাডি গ্রুপ। স্টাডি গ্রুপ তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে প্রক্রিয়াটিকে সহজ করে শিক্ষার্থীদের সাহায্য করছে। এ ছাড়া শিক্ষার্থীদের সংযুক্ত করছে সঠিক পরামর্শ ও সমর্থনের মাধ্যমে।’
বাংলাদেশে স্টাডি গ্রুপ আন্তর্জাতিক শিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের সাহায্য করছে। প্রতিষ্ঠানটি এর মধ্যে একটি ইউনিভার্সিটি ফেয়ারের আয়োজন করেছে যেখানে অংশ নেয় ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি, জেমস ম্যাডিসন ইউনিভার্সিটি, লং আইল্যান্ড ইউনিভার্সিটি, টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটি-কর্পাস ক্রিস্টি, হার্টফোর্ড ইউনিভার্সিটি এবং ওয়েস্টার্ন ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রতিনিধিরা।
মন্তব্য করুন
শিক্ষাঙ্গন থেকে আরও পড়ুন
শিক্ষাঙ্গন সর্বাধিক পঠিত
১ম থেকে নবম পর্যন্ত ভর্তিতে লটারি/ মাধ্যমিক স্কুলে ভর্তির আবেদন ২৪শে অক্টোবর থেকে শুরু

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]