শিক্ষাঙ্গন
ইসলামী বিশ্ববিদ্যালয়
নির্যাতনের শিকার হওয়া ছাত্রী ক্যাম্পাসে, চলছে তদন্ত
ইবি প্রতিনিধি
(১ বছর আগে) ১৮ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার, ২:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১১ অপরাহ্ন
সম্প্রতি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা ও তার অনুসারীদের বিরুদ্ধে এক নবীন ছাত্রীকে রাতভর র্যাগিং ও নির্যাতনের অভিযোগ ওঠে। হল প্রশাসনের গঠিত তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিতে শনিবার দুপুরে বাবা ও মামার সঙ্গে ক্যাম্পাসে ফিরেছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জয়শ্রী সেনের তত্ত্বাবধানে বেলা ১২টার দিকে ভুক্তভোগী ছাত্রীকে দেশরত্ন শেখ হাসিনা হলে প্রবেশ করানো হয়।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম বলেন, আমরা তদন্ত কাজ শুরু করেছি। পরে সাংবাদিকদের জানানো হবে।
নির্যাতনের ঘটনার বর্ণনা শুনতে হল প্রভোস্টের কক্ষে উপস্থিত আছেন আইন সেলের পরিচালক ও বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মন্ডল ও দেশরত্ন শেখ হাসিনা হল তদন্ত কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক আহসানুল হক। এছাড়াও খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথীসহ তদন্ত কমিটির সদস্যরা সেখানে উপস্থিত আছেন।
এর আগে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ওই ছাত্রীকে দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে রাতভর র্যাগিং ও নির্যাতন করার অভিযোগ ওঠে। পরে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার বিচার ও নিরাপত্তা চেয়ে ১৪ই ফেব্রুয়ারি হল প্রভোস্ট, প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগী ওই ছাত্রী। লিখিত অভিযোগে শাখা ছাত্রলীগ নেত্রী পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সানজিদা চৌধুরী অন্তরা ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাবাচ্ছুমসহ ৭/৮জন কর্তৃক রাতভর দফায় দফায় এলোপাতাড়ি চড় থাপ্পড়সহ শারীরিকভাবে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয় বলে জানানো হয়। একইসঙ্গে নির্যাতনের কথা বাইরে জানালে ধারণকৃত ভিডিও বাইরে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়।