শিক্ষাঙ্গন
ঢাকায় শুরু ‘স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো’
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১৭ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার, ৬:০৭ অপরাহ্ন

ভারতীয় শিক্ষার উপর বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এডুকেশন শো সিরিজ ‘স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো’ ঢাকায় শুরু হয়েছে। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে। শেষ হবে শনিবার। বড় আয়োজন নিয়ে চলতি বছর উচ্চ র্যাঙ্কিং বোর্ডিং স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের বিশাল বহর মেলায় অংশগ্রহণ করছে। অনুষ্ঠিতব্য এক্সপোতে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৩০টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
আয়োজকরা জানান, ‘স্টাডি ইন ইন্ডিয়া এক্সপোতে’ প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি অভিভাবক এবং ছাত্রদের আকর্ষণ করার সুস্পষ্ট হলো- ভারত শুধুমাত্র একটি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ নয় বরং বহুসাংস্কৃতিক পরিবেশ, বিশ্ব-মানের পরিকাঠামো, সেরা অনুষদ, উন্নত গবেষণা এবং উদ্ভাবন, বৈশ্বিক স্বীকৃত ডিগ্রিসহ শিক্ষার জন্য একটি বিশ্বব্যাপী গন্তব্য হিসাবেও বিবেচিত এবং সাশ্রয়ী মূল্যে।
অ্যাফেয়ার্স এক্সিবিশন-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সঞ্জীব বোলিয়া বলেন, প্রদর্শনীটি বাংলাদেশের অভিভাবক এবং শিক্ষার্থীদের জন্য ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাবিদ এবং ভর্তি কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি মুখোমুখি হওয়ার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম। তিনি বিশ্বাস করেন যে এই প্রদর্শনীটি ভারতীয় শিক্ষার যোগ্যতা সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্য একটি বড় সুযোগ।
‘স্টাডি ইন ইন্ডিয়া এক্সপোতে’ ভারতের উচ্চ র্যাঙ্কিং এবং সুপরিচিত আবাসিক স্কুল যেমন উডস্টক স্কুল (মুসৌরি), হ্যারো ইন্টারন্যাশনাল স্কুল (বেঙ্গালুরু), আসাম ভ্যালি স্কুল (তেজপুর), মুসৌরি ইন্টারন্যাশনাল স্কুল, জেনেসিস গ্লোবাল স্কুল (দিল্লি এনসিআর), ওকরিজ ইন্টারন্যাশনাল স্কুল (হায়দরাবাদ ও ভাইজাগ), কিংস কলেজ (দিল্লি এনসিআর), কাসিগা স্কুল (দেরাদুন), কেআইআইটি ইন্টারন্যাশনাল স্কুল (ভুবনেশ্বর), সেন্ট পলস স্কুল (দার্জিলিং), এবং জৈন ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল, ব্যাঙ্গালোর ইত্যাদি প্রদর্শন করবে। চমৎকার অবকাঠামোগত সুবিধা, শিক্ষকতা কর্মী, সাজসজ্জা, বহিরঙ্গন কার্যকলাপ এবং খেলাধুলার প্রতিশ্রুতি দিয়ে, এই স্কুলগুলো মেলায় স্পট এনরোলমেন্ট এবং স্পট কাউন্সেলিং সুবিধাও দেবে।