শিক্ষাঙ্গন
ঢাকা কমার্স কলেজে পাসের হার প্রায় শতভাগ
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ৮ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার, ৬:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:১৬ অপরাহ্ন

প্রতি বছরের ন্যায় এবারও ভাল ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখেছে ঢাকা কমার্স কলেজ। গতকাল প্রকাশিত ২০২২ সালের এইচএসসি’র ফলাফল বিশ্লেষণে দেখা যায় কলেজটির ২৮০২ জন অংশগ্রহণকারীর মধ্যে ২৭৯৫জন কৃতকার্য হয়। পাসের হার ৯৯.৭৫%। ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান এই উভয় শাখা থেকে সর্বমোট ১৭২০জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ভর্তিকালীন সময়ে উভয় শাখার ২৮৩জন ছিল জিপিএ-৫ ধারী।
ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১২৭৫জন অংশগ্রহণকারীর মধ্যে কৃতকার্য হয়েছে ১২৭৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৬১জন। পাসের হার ৯৯.৯২%। ভর্তিকালীন সময়ে এই শিক্ষার্থীদের মাত্র ৪২জন ছিল জিপিএ-৫ ধারী ছিল।
২০১৯ সালে খোলা বিজ্ঞান শাখা থেকে ১৫২৭জন অংশগ্রহণকারির মধ্যে পাস করেছে ১৫২১জন। জিপিএ ৫ পেয়েছে ১১৫৯ জন। পাসের হার ৯৯.৬১%। ভর্তিকালীন সময়ে এই শিক্ষার্থীদের ২৪১ জন জিপিএ-৫ ধারী ছিল।
উল্লেখ্য, উচ্চমাধ্যমিক পরীক্ষায় ১৯৯১-২০০২ সাল পর্যন্ত কলেজের গড় পাসের হার ছিলো ৯৯.৪১% এবং জিপিএ পদ্ধতিতে ২০০৩ থেকে ২০২২ সাল পর্যন্ত ২০ বছরে কলেজের গড় পাসের হার প্রায় শতভাগ।
ভাল ফলাফল অর্জনের প্রতিক্রিয়ায় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ বলেন, বুদ্ধিবৃত্তিক চর্চায় ভালো ফলাফল অর্জনের ব্যাপারটিতে গুরুত্বারোপের মাধ্যমেই মূলত আমাদের ধারাবাহিক এই অর্জন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র্যাংকিং ২০১৫, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে ঢাকা কমার্স কলেজ দেশের সেরা বেসরকারি কলেজের স্বীকৃতি অর্জন করে।