ঢাকা, ২ এপ্রিল ২০২৩, রবিবার, ১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ১০ রমজান ১৪৪৪ হিঃ

শিক্ষাঙ্গন

আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় কমার্স কলেজের মেয়েরা চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার
৮ ফেব্রুয়ারি ২০২৩, বুধবারmzamin

আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মেয়েদের কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা কমার্স কলেজ। পুরুষ বিভাগে শিরোপা জিতেছে তেজগাঁও কলেজ। সোমবার জাতীয় বিশ^বিদ্যালয়ের আয়োজনে ও ঢাকা কমার্স কলেজের ব্যবস্থাপনায় ২২টি কলেজের ৪শ’ শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হয়েছে আন্তঃকলেজ ক্রীড়া, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা। ৯টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন ১০ দিনব্যাপী এই প্রতিযোগিতায়। ঢাকা কমার্স কলেজ মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মশিউর রহমান। ঢাকা কমার্স কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ ও উপাধ্যক্ষ প্রফেসর মো. ওয়ালী উল্ল্যাহ্। অধ্যাপক ড. মোহাম্মদ মশিউর রহমান শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করার মধ্যদিয়ে অধিকতর আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তথ্যপ্রযুক্তির অপার এই সম্ভাবনার যুগে ফেসবুক, ইউটিউভ দেখার পাশাপাশি ই-বুক, ই-জার্নাল সার্চ করে মেধায় মননে সমৃদ্ধ হওয়ার সুযোগ রয়েছে শিক্ষার্থীদের। উল্লেখ্য, ঢাকা কমার্স কলেজ ১৯৯৬ ও ২০০২ সালে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জনসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‌্যাংকিং ২০১৫, ২০১৬ ও ২০১৭-তে জাতীয় পর্যায়ে সেরা বেসরকারি কলেজ নির্বাচিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক-মডেল কলেজ প্রকল্পের ৫টি কলেজের মধ্যেও ১ম স্থান অর্জন করে এই কলেজ। 

 

 

শিক্ষাঙ্গন থেকে আরও পড়ুন

আরও খবর

শিক্ষাঙ্গন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status