প্রথম পাতা
তুরস্কে উদ্ধারকারী দল ও মেডিকেল টিম পাঠাচ্ছে বাংলাদেশ
কূটনৈতিক রিপোর্টার
৮ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার
তুরস্ক-সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় মানবিক সহায়তা পাঠাবে বাংলাদেশ। একটি জরুরি চিকিৎসা সহায়তাকারী দল ও একটি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, তুরস্কে কী ধরনের সহায়তা দরকার, তা জানতে চেয়েছে বাংলাদেশ। তাদের প্রয়োজনীয়তার পরিপ্রেক্ষিতে জরুরি দুটি দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। দেশটিতে বিপুলসংখ্যক আহত জনগণকে চিকিৎসা সহায়তা দিতে একটি মেডিকেল টিম পাঠানো হবে। এই দলে কারা থাকবেন, কী কী সরঞ্জাম, উপকরণ ও চিকিৎসা সামগ্রী পাঠানো হবে, তা ঠিক করা নিয়ে কাজ চলছে। এ ছাড়া তুরস্কে ভূমিকম্পের ঘটনায় উদ্ধারকাজে সহায়তা দিতে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের ১০ সদস্যের একটি টিমও পাঠানো হচ্ছে। উদ্ধারকারী দলকে মঙ্গলবার রাতে বা বুধবার তুরস্ক পাঠানো হতে পারে। এদিকে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় ঢাকাস্থ তুরস্কের দূতাবাসে ফুল দিয়ে শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার।