ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

প্রথম পাতা

‘বাবা এখনো তোমার সঙ্গেই আছে মা’

মানবজমিন ডেস্ক
৮ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার
mzamin

মেসুত হ্যান্সার। এক অসহায় পিতা। তার চোখ স্থির। চোয়াল কঠিন। স্থির   তাকিয়ে আছেন সামনের শূন্যতায়। বাম হাত দিয়ে ধরে আছেন ১৫ বছর বয়সী কন্যার হাত। না, তার এই কন্যা  জীবিত নয়। তুরস্কের ধ্বংসস্তূপের ভেতর থেকে কোনোমতে বেরিয়ে আছে তার হাত। সেই হাত বাম হাতে ধরে আছেন মেসুত হ্যান্সার। যেন অব্যক্ত ভাষায় বলছেন- বাবা এখনো তোমার সঙ্গেই আছে মা। এমনই এক ছবি ছড়িয়ে পড়েছে তামাম দুনিয়ায়। কাহরামানমারাস থেকে তোলা ওই ছবি। এই এলাকাটি ভূমিকম্পের উৎসস্থলের খুব কাছে। সেখানেই বিধ্বস্ত এক ভবনের ওপর নির্বিকার বসে আছেন মেসুত হ্যান্সার। গায়ে উজ্জ্বল কমলা রঙের জ্যাকেট। কাঁদতে কাঁদতে চোখের অশ্রু ফুরিয়ে গেছে। এখন তার কান্না শুকনো। মনের  ভেতর ক্ষরণ। সে ক্ষরণ কেউ দেখতে পায় না। তার মেয়ের দেহ পড়ে আছে মেঝেতে একটি ম্যাট্রেসের ওপর। বিশাল এক কংক্রিটের ব্লকে থেঁতলে গেছে তা। শুধু একটি হাত আর মুখের অংশবিশেষ দেখা যায় সংকীর্ণ ফাঁক দিয়ে। সেখানেই ঠাঁয় বসে আছেন মেসুত হ্যান্সার। কীভাবে তিনি নিজেকে সান্ত্বনা দেবেন। অন্য মানুষই বা এমন মর্মান্তিকতায় কি সান্ত্বনা দেবে তাকে! এ দৃশ্য যে-ই দেখছেন, তিনিই অশ্রুসজল হচ্ছেন। সান্ত্বনা দেয়ার ভাষা হারিয়ে যাচ্ছে।  ইউনিসেফ বলছে, তাদের আশঙ্কা এই ভয়াবহ ভূমিকম্পের শিকার হয়ে থাকতে পারে হাজার হাজার শিশু। ওদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার বলেছে, দুই দেশে নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে। ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন দুই কোটি ৩০ লাখ মানুষ। এর মধ্যে ১৪ লাখ শিশু। সোমবারের ভূমিকম্পে ২০০ মাইল ব্যাসার্ধের বিশাল এলাকায় বহু শহর ক্ষতিগ্রস্ত হয়েছে।  

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status