খেলা
১১৯ রানের টার্গেটেও চট্টগ্রামকে হারাতে পারেনি ঢাকা
স্পোর্টস রিপোর্টার
(২ বছর আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৩:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫২ পূর্বাহ্ন

মাত্র ১১৮ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ব্যাটিং বিপর্যয়ে পড়া চ্যালেঞ্জাররা চমক দেখায় বোলিংয়ে। ঢাকা ডমিনেটর্সকেও ব্যাটিংয়ে ভুগিয়ে ১৫ রানের জয় তুলে নেয়।
আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১১৯ রান টার্গেট দেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জবাবে ৯ উইকেটে ১০৩ রান তুলতে সমর্থ্য হয় ঢাকা ডমিনেটর্স।
টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ২২ রান তোলে ঢাকা। আব্দুল্লাহ আল মামুন ২ রানে আউট হওয়ার পরই শুরু হয় ডমিনেটরদের ব্যাটিং ধস। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ঢাকার ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ অধিনায়ক নাসির হোসেনের। ৩৩ বলে ১ চারে ২৪ রান করেন তিনি। এছাড়া সৌম্য সরকার ২১, জাহিদুজ্জামান ১৮ এবং অ্যালেক্স ব্লেইক ১৩ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোঠা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কার্টিস ক্যাম্ফার ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন। দুটি করে উইকেট পান মৃত্যুঞ্জয় চৌধুরী ও জিয়াউর রহমান।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঢাকা ডমিনেটর্সের আরাফাত সানির ঘূর্ণিতেই কুপোকাত হয় চট্টগ্রামের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা চট্টগ্রামের ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান জিয়াউর রহমানের। ছয়ে নেমে ২০ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৪* রান করেন তিনি। ত্রিশের ঘর ছুঁয়েছেন উসমান খানও। ২৯ বলে ৪ চারে ৩০ রান করেন তিনি। বাকিদের কেউই স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের কোঠা।
৪ ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট নেন ঢাকা ডমিনেটর্সের আরাফাত সানি। একটি করে উইকেট পান আল আমিন হোসেন ও আমির হামজা।