কলকাতা কথকতা
ফের ডি লিট উপাধি পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল বললেন, যোগ্য সম্মান
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ৬ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৪৩ অপরাহ্ন

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর এবার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। সোমবার দুপুরে রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি লিট সম্মানে ভূষিত করল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। এদিন ত্রিপুরা রওয়ানা হওয়ার আগে মমতা সেন্ট জেভিয়ার্স এর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। মমতার এই সম্মান প্রাপ্তির ঘটনায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেছেন, ডক্টর অফ লিটারেচার যোগ্য লোককেই দেয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই সম্মান পাওয়ার যোগ্য। উল্লেখ্য, এর বহু আগে মমতা বন্দ্যোপাধ্যায় এর ডক্টরেট ডিগ্রি নিয়ে কম বিতর্ক হয়নি। জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে মমতা তরুণী বয়েসে ডক্টরেট করেন বলে দাবি জানানো হয়েছিল। তদানীন্তন বাম এবং অতি বামরা মমতার এই ডক্টরেট পাওয়া নিয়ে কম কটাক্ষ করেননি। এরপর মমতা নামের আগে ডক্টরেট লেখা ছেড়ে দেন। কয়েক বছর আগে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডি লিট দেয়। এবার দিল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। সোমবার এই অনুষ্ঠানের পরই মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা উড়ে যান। মঙ্গলবার তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় ভোট প্রচারে অংশ নেবেন। ত্রিপুরায় ভোট ১৬ ফেব্রুয়ারি। মেঘালয়ে ভোট ২৭ ফেব্রুয়ারি। মেঘালয়ে প্রচারে তৃণমূলের তারকা প্রচারক হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারকা প্রচারকের তালিকায় আছেন- অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, ডেরেক অব্রয়েন, মুকুল সংমা ও মানস ভূঁইয়া।