শিক্ষাঙ্গন
ঢাকায় ক্যাম্পাস চালু করছে মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার, ৩:৩৮ অপরাহ্ন

মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশে তাদের প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাসের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। শুক্রবার সকালে দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী দাতো সেরি মোহাম্মদ খালেদ নরডিন বিশ্ববিদ্যালয়ের কুয়ালালামপুর মূল ক্যাম্পাসে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন। এসময় মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভিন উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসটি রাজধানী ঢাকার বনানীতে স্থাপন করা হচ্ছে এবং এ বছরের মে মাসে একাডেমিক কার্যক্রম শুরু করবে।
অনুষ্ঠানে উচ্চশিক্ষামন্ত্রী দাতো সেরি মোহাম্মদ খালেদ নরডিন বলেন, এই শাখা উদ্বোধনটি মালয়েশিয়ার উচ্চশিক্ষাকে মন্ত্রণালয়ের আন্তর্জাতিকীকরণের পরিকল্পনার অংশ।
মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রী আরও বলেন, ইউসিএসাই ইউনিভার্সিটি বাংলাদেশ মালয়েশিয়ার একটি বৈশ্বিক শিক্ষার হার হিসেবে মর্যাদা বৃদ্ধি করবে। তিনি আরও বলেন, 'উচ্চ শিক্ষার মালয়েশিয়ান ব্যান্ডটি গুণমানের সমার্থক এবং আমরা আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারি।'
ইউসিএসআই ইউনিভার্সিটির ভিসি প্রফেসর দাতুক ড. সিতি হামিসাহ তাপসীর বলেন, 'উচ্চ শিখরে এগিয়ে যাওয়ার আগে ইউসিএসাইর নতুন ক্যাম্পাস প্রাথমিকভাবে শিক্ষাদান এবং শেখার ওপর গুরুত্ব প্রদান করবে।'
অনুষ্ঠানে জানানো হয়, ঢাকার বনানীতে ৪৫ হাজার বর্গফুটের ইউসিএসআইর বাংলাদেশ ক্যাম্পাসে ডিগ্রি এবং মাস্টার্স প্রোগ্রাম শুরু হবে। এরমধ্যে কম্পিউটার বিজ্ঞান, ব্যবসা, প্রকৌশল, স্থাপত্য, সামাজিক বিজ্ঞান এবং ডিজাইনের বিষয়গুলো অন্যতম।