ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

দশ মাস পর পূর্ণাঙ্গ হচ্ছে সিলেট জেলা বিএনপি’র কমিটি

ওয়েছ খছরু, সিলেট থেকে
৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার
mzamin

দীর্ঘ ১০ মাস পর পূর্ণাঙ্গ হতে যাচ্ছে সিলেট জেলা বিএনপি’র কমিটি। চলতি মাসের মাঝামাঝি সময়ে কমিটি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নেতারা। তবে ১৫১ সদস্য সিলেট জেলা বিএনপি’র কমিটি একসঙ্গে ঘোষণা করা হবে না। প্রথম ধাপে সদস্য ছাড়া বাকি সব পদে নাম ঘোষণা করা হবে। বাকি থাকা পদগুলো দ্বিতীয় ধাপে ঘোষণা করা হবে। ইতিমধ্যে কমিটি চূড়ান্ত করেছেন নেতারা। এ নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা হচ্ছে। কিছু যাচাই-বাছাইয়ের পর কমিটি ঘোষণা করা হবে। তবে দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, এবারের সিলেট জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটিতে সাবেক ছাত্রদল নেতাদের আধিক্য থাকবে বেশি। এতে অনেক নতুন মুখ আসবে কমিটিতে।

বিজ্ঞাপন
আন্দোলন সংগ্রামে যারা মুখ্য ভূমিকা পালন করতে পারবে তাদেরকেই কমিটিকে প্রাধান্য দেয়া হচ্ছে। পুরাতন কমিটি ভেঙে ২০১৯ সালে কামরুল হুদা জায়গীরদারকে আহ্বায়ক করে গঠন করা হয়েছিল সিলেট জেলা বিএনপি’র কমিটি। এরপর দীর্ঘ ২ বছরের মাথায় গত বছরের ২৯শে মার্চ আহ্বায়ক কমিটির মাধ্যমে সম্মেলন ও কাউন্সিলের আয়োজন করা হয়। এই সম্মেলন ব্যাপক সাড়া ফেলেছিল সিলেটে। সম্মেলনে ভোটের মাধ্যমে সভাপতি হন বিএনপি নেতা আব্দুল কাইয়ূম চৌধুরী। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক হন শামীম আহমদ। কথা ছিল, নির্বাচিত তিন সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক স্বল্পতম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। কিন্তু দীর্ঘ ১০ মাস জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হতে চাচ্ছে। এক্ষেত্রে জেলার নেতাদের যুক্তি হচ্ছে ২০২২ সালে সিলেট ছিল নানা সংকটে। পরপর দু’দফা বন্যাকবলিত হয় সিলেট। এতে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছিল সিলেট জেলা বিএনপি’র নেতাকর্মীরা। বন্যা কমে যাওয়ার পর রাজনৈতিক কর্মসূচি শুরু হয়। এরইমধ্যে সিলেটে বিভাগীয় সমাবেশসহ নানা কর্মসূচিতে ব্যস্ত ছিলেন নেতাকর্মীরা। এ কারণে দফায় দফায় উদ্যোগ নিয়েও কমিটি পূর্ণাঙ্গ করা সম্ভব হয়নি। নেতারা জানিয়েছেন, গত নভেম্বরে বিভাগীয় সমাবেশ শেষ হওয়ার পর ১০ই ডিসেম্বর নিয়ে উত্তাপ দেখা দেয়। এই উত্তাপের রেশ পড়েছিল সিলেটেও। পরে ডিসেম্বরের শেষ দিকে এসে জেলা বিএনপি’র কমিটি প্রক্রিয়া শুরু করা হয়। ইতিমধ্যে কমিটির চূড়ান্ত একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। কেন্দ্রের কাছেও এটি জমা দেয়া হয়েছে। এখন এই কমিটি নিয়ে আলাপ-আলোচনা চলছে। সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী মানবজমিনকে জানিয়েছেন, জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি প্রায় চূড়ান্ত। চলতি মাসেই সেটি ঘোষণা করা হতে পারে। এতে অনেক নতুন মুখ আসবে। পাশাপাশি প্রবীণরাও থাকছেন। এ ছাড়া আন্দোলন সংগ্রামে উপজেলা পর্যায়েও যারা ভূমিকা রাখছেন কিংবা আগামীতেও রাখবেন তাদেরকে প্রাধান্য দেয়া হয়েছে। তিনি জানান, সিলেট জেলা বিএনপি এখন ঐক্যবদ্ধ। আমরা সবাইকে সঙ্গে নিয়ে চলতে চাই। কোনো বিরোধ নয়, বরং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যাওয়াই আমাদের মূল উদ্দেশ্য। এ কারণে যারা দলের জন্য ত্যাগী ও পরীক্ষিত তাদেরকে কমিটিকে স্থান দেয়া হচ্ছে। এদিকে সিলেট জেলা বিএনপি’র বর্তমান কমিটিতে কারা আসছেন সেটি এখনো প্রকাশ হয়নি। তবে নেতাদের মুখে মুখে রটছে বিভিন্ন নাম। ইতিমধ্যে তাদেরকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে অনেকেরই। জেলার সিনিয়র সহ-সভাপতি ও প্রথম যুগ্ম সম্পাদক পদে কে আসছেন সেটি নিয়ে আলোচনা তুঙ্গে। জেলা সিনিয়র সহ-সভাপতি পদে জেলা বিএনপি’র সিনিয়র নেতা ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরী ও জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরীর নাম শোনা যাচ্ছে। এ ছাড়া প্রথম যুগ্ম সম্পাদক পদে জেলা বিএনপি নেতা ইশতিয়াক আহমদ, যুবদলের সাবেক আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু ও বিএনপি নেতা এডভোকেট হাসান পাটোয়ারি রিপনের নাম শোনা যাচ্ছে। এই ৩ জন থেকে যেকোনো একজন প্রথম যুগ্ম সম্পাদক হচ্ছেন বলে নেতারা জানিয়েছেন।

 

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status