বিনোদন
কলকাতায় শুটিংয়ের অভিজ্ঞতার কথা জানালেন চঞ্চল
স্টাফ রিপোর্টার
৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার
দুই বাংলার জনপ্রিয় মুখ চঞ্চল চৌধুরী। নিজের অভিনয় দিয়ে জয় করে নিয়েছেন ভক্তদের মন। ‘মনপুরা’ থেকে শুরু করে ‘কারাগার’- যেকোনো চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে পারদর্শী তিনি। এবার ভারতের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জীবনীকে উপজীব্য করে বানানো হচ্ছে ‘পদাতিক’। এতে পর্দার মৃণাল সেন হচ্ছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। শেষ করেছেন ছবিটির প্রথম ধাপের শুটিং। সম্প্রতি দেশে ফিরেছেন চঞ্চল। তার কথায়, চরিত্রটি আমার জন্য সহজ নয়। জীবনীভিত্তিক সিনেমায় দর্শকরা ওই চরিত্রে হুবহু দেখতে চান। চেহারা, কণ্ঠ মেলাতে চান।
বিজ্ঞাপন