বিনোদন
৩০ কেজি’র শাড়িতে সামান্থা
বিনোদন ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার
মায়োসাইটিস নামের বিরল রোগে আক্রান্ত হয়েও থামতে নারাজ অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অসুস্থতার পরেও একাধিক সিনেমার কাজে ব্যস্ত তিনি। জানুয়ারিতেই মুক্তি পেয়েছে তার অভিনীত ‘শকুন্তলম’-এর ট্রেলার। পরিচালক গুণশেখরের এই ছবিতে ৩০ কেজি’র শাড়ি পড়ে শুটিং করেছিলেন সামান্থা। তাও একদিন বা দু’দিন নয়, এক সপ্তাহ ধরে চলেছিল সেই দৃশ্যের শুটিং।