ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিনোদন

গুঞ্জনের জবাব দিলেন সোনালি

বিনোদন ডেস্ক
১০ মে ২০২৫, শনিবার
mzamin

 নব্বই দশকের অন্যতম আলোচিত অভিনেত্রী সোনালি বেন্দ্রে। ১৯৯৪ সালে বিনোদন দুনিয়ায় পা রাখেন তিনি। ঝুলিতে হিট ছবির সংখ্যা কম নেই তার। তবে, সে সময় নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও হয়েছিল তুমুল আলোচনা। সোনালির সঙ্গে রাজ ঠাকরের প্রেম নিয়ে চর্চা এখনো বহাল। তবে, ক্যারিয়ারের একেবারে প্রথম দিকে অনেক নায়কের সঙ্গে তার প্রেম নিয়ে গুঞ্জন ওঠে। কিন্তু সেই সময়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনো কথা বলেননি অভিনেত্রী। সম্প্রতি নিজের প্রেম ও ব্যক্তিগত জীবন প্রসঙ্গে মুখ খুললেন সোনালি। বর্তমান ডিজিটাল যুগে অতিরঞ্জিত শিরোনাম নিয়ে অনেকেই অভিযোগ জানান। সেই একই রকম কথা বললেন সোনালি। তিনি বলেন, সে সময় ক্লিকবেট বলে কিছু হতো না। কিন্তু তখন সাংবাদিকরা চটকদার শিরোনাম করার জন্য এতটাই পাগল থাকতো যে, সব ভুলভাল খবর লিখতো। নিজেদের ম্যাগাজিনের বিক্রি বাড়ানোর জন্য আমার নামে ভুল খবর ছাপানো হতো। তাই আমার মনে হয়েছিল নিজের চামড়া মোটা করে নিতে হবে। তাই পরবর্তীকালে এই ধরনের কোনো রটনা শুনে বিচলিত হওয়া বন্ধ করে দিলাম। আমাকে নিয়ে যে গুঞ্জন উঠেছিল, তার বেশির ভাগই মিথ্যা। তখন এর জবাব দেইনি। এখন দিলাম।  

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status