বিনোদন
বাদ পড়লেন সোনু নিগম
বিনোদন ডেস্ক
১০ মে ২০২৫, শনিবার
এক অনুষ্ঠানে কন্নড় গান গাইতে বলায় খোলা মঞ্চে মেজাজ হারান সোনু নিগম। এমনকি টেনে আনেন পেহেলগাম প্রসঙ্গ। সেই মন্তব্যের জেরে এক কন্নড় ছবিতে গান গাওয়ার সুযোগ হারান গায়ক। এই ঘটনার পরে সোনুকে ‘কুলাডাল্লি কিল্যাভুডো’ ছবির গান গাওয়া থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়ে পরিচালক বলেন, কন্নড় ভাষাকে অপমান করার কারণে বাদ দেয়া হয়েছে সোনুকে।