বিনোদন
সমালোচনার জবাব কাজে
বিনোদন ডেস্ক
১০ মে ২০২৫, শনিবার
‘দ্য ফেবুলাস লাইভস অব বলিউড ওয়াইফস’ খ্যাত শালিনী পাসি। সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি বলেন, ২১ বছর বয়সে আমাকে একজন রান্না না পারা নিয়ে বলেছিলেন তোমার মায়ের তোমাকে রান্না শেখানো উচিত। আমি এটাকে ইগো নয়, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। এখন আমি ৫-৬ রকম ক্যুইজিন রাঁধতে পারি। আমি সমালোচনার জবাব কাজে দেয়ায় বিশ্বাসী।