বিনোদন
শর্ত দিয়ে হিন্দি ছবি মুক্তি
স্টাফ রিপোর্টার
৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার
কিছু শর্তে বাংলাদেশে হিন্দি চলচ্চিত্র আনার পক্ষে মতামত দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। শর্তে বলা হয়েছে, মাসের প্রথম দুই সপ্তাহে হিন্দি ছবি চালানো যাবে না। বছরের দুই ঈদে মুক্তি দেয়া যাবে না কোনো হিন্দি ছবি। বছরে ৬টি থেকে ১০টি ছবি আসতে পারবে। হিন্দি ছবি আমদানির মেয়াদকাল হবে দুই বছর। জানা গেছে, সভার সিদ্ধান্তগুলো চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের সঙ্গে আলোচনা করে শিগগিরই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বরাবর পাঠানো হবে।