কলকাতা কথকতা
চার বছর পর ঘর পাচ্ছে বাংলাদেশের যুবক
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ২ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ১০:৫৫ পূর্বাহ্ন
চার বছর আগে স্মৃতি হারিয়েছিলেন বাংলাদেশের যুবক খুরশিদ আলম। ঠাঁই হয়েছিল তার ঈশ্বর সংকল্প নামের এক এনজিওতে। এতদিনে খুরশিদ মিশে গেছেন এই এনজিওতে। এদের কাছে হাতে-কলমে কাজ শিখেছেন। এখন খুরশিদ কাগজের কাপ-প্লেট তৈরি করে মাসে হাজার টাকা উপার্জন করেন। আম্ফানের তীব্র ঝড়ের সময় তিনি অন্য আবাসিকদের বাঁচাতে উল্লেখযোগ্য অবদান রাখেন। খুরশিদ এই জানুয়ারিতে হঠাৎই ফিরে পায় পান তার সব স্মৃতি। তিনি যে ওপার বাংলার ফরিদপুরে থাকেন তা মনে পড়ে যায় তার। বাবা-মা এবং এক বোন আছেন খুরশিদের। একদিন নম্বর মনে করে তার জামাইবাবুর সঙ্গে কথাও বলেন তিনি। তার পরিবার ভেবে নিয়েছিল খুরশিদ মৃত। ছেলেকে ফিরে পেয়ে তারা রোমাঞ্চিত, আনন্দিত। খুরশিদ ফরিদপুরে ফিরে যাচ্ছেন, কিন্তু ঈশ্বর সংকল্পের আবাসিকদের কথা দিয়ে যাচ্ছেন যে, তিনি যোগাযোগ রাখবেন। এই চার বছরের অন্য পৃথিবীকে তিনি ভুলবেন কী করে?