বিনোদন
আবারও উরফির অদ্ভুত কাণ্ড
বিনোদন ডেস্ক
(১ মাস আগে) ১ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার, ১১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

আবারও অদ্ভুত পোশাকে অদ্ভুত কাণ্ড ঘটালেন উরফি জাভেদ। পরনে নীল ঢোলা জিন্স। কেবল নিম্নাঙ্গ নয়, ঊর্ধ্বাঙ্গও ঢাকা পড়েছে সেই একই জিন্সে। দু’টি আলাদা আলাদা প্যান্ট। সেগুলিরই একটির ঊরুর অংশ চিরে গায়ে পরেছেন উরফি জাভেদ। হাত দু’টি গলিয়ে নিয়েছেন পায়ের জায়গায়। আবার নীচে যেটি পরেছেন সেটি অক্ষত রয়েছে। এ ভাবেই রাস্তায় বেরিয়ে পড়ায় যথেষ্ট চমক ছিল। তবে উরফি কি আর অল্পে খুশি? হাতে ধরা ভাঙা আইফোনের দিকেই দৃষ্টি আকর্ষণ করতে চাইলেন মডেল-তারকা। ফোনটি দু’টুকরো হয়ে গিয়েছে মাঝখান বরাবর।
বিজ্ঞাপন