খেলা
যে কারণে ব্লক হয়েছিল মেসির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট
স্পোর্টস ডেস্ক
(২ বছর আগে) ৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:১৩ পূর্বাহ্ন

বিশ্বকাপ জিতে অমরত্ব পান লিওনেল মেসি। স্বপ্ন পূরণের পর ইনস্টাগ্রামে শিরোপা উঁচিয়ে ধরার একটি ছবি পোস্ট করেন আর্জেন্টিনা অধিনায়ক। ছবিটিতে এখন পর্যন্ত সাড়ে ৭ কোটিরও বেশি লাইক পড়েছে। যা ইনস্টাগ্রামে কোনো ফটোতে পড়া সর্বোচ্চ রিয়েকশনের রেকর্ড। ভক্ত-সমর্থকদের রেকর্ডগড়া রিয়েকশনের ফলে মেসির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক হয়ে গিয়েছিল।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার রূপকথা রচনার এক মাস হয়ে গিয়েছে। বিশ্ব জয়ের পর এই প্রথম কোনো সাক্ষাৎকার দিলেন আলবিসেলেস্তেদের নায়ক লিওনেল মেসি। আর্জেন্টাইন রেডিও ‘উরবানা প্লেই’-এর সাংবাদিক অ্যান্ডি কুজনেতসফকে দেয়া সাক্ষাৎকারে অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার মধুর বিড়ম্বনার অভিজ্ঞতা শেয়ার করলেন মেসি। সাত ব্যালন ডি’অরের মালিক বলেন, ‘(রিয়েকশনের সংখ্যা) এ থেকেই বোঝা যায়, ছবিটা কত মানুষের কাছে পৌঁছে গেছে। কত মানুষ আমার হাতে ট্রফিটা দেখতে চেয়েছে। সত্যি বলতে, খুব কম শুভেচ্ছাবার্তা আমি পড়তে পেরেছি। এটা কঠিন। আমার কাছে ১০ লাখ বার্তা এসেছিল। শেষ পর্যন্ত অ্যাকাউন্ট ব্লক হয়ে গিয়েছিল। আমি তাতে প্রবেশ করতে পারছিলাম না। ব্যাপারটা পাগলাটে ছিল।’
বিশ্বকাপের সেই ছবিটি পোস্ট করে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড ভাঙেন মেসি। বিশ্বকাপ শুরুর আগে একটি ছবি পোস্ট করে সর্বোচ্চ লাইক প্রাপ্তির রেকর্ড গড়েছিলেন রোনালদো। মেসির সঙ্গে ফ্যাশন হাউজ লুই ভিতোঁর বিজ্ঞাপনী প্রচারণার জন্য তোলা ছবিটিতে লাইক পড়েছিল প্রায় ৪ কোটি ২০ লাখ। ছবিটিতে দেখা যায়, দাবা খেলায় মুখোমুখি বসে আছেন রোনালদো ও মেসি। দুজনই চিন্তা করছেন পরবর্তী চালের।
২০২১ সালে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সেবারও লিওনেল মেসির ইনস্টাগ্রাম পোস্ট রোনালদোর রেকর্ড ভেঙে দিয়েছিল। সেসময় কোপার ট্রফি হাতে মেসির ছবিটি ইনস্টাগ্রাম ব্যবহারকারী ২ কোটিরও বেশি মানুষ পছন্দ করেছিলেন। তার আগে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার প্রয়াণ দিবসে তার সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন রোনালদো। যাতে ১ কোটি ৯৮ লক্ষ লাইক পড়েছিল।
বিশ্বের অধিকাংশ সেলিব্রেটিই নিজের সোশ্যাল মিডিয়া তত্ত্বাবধানের জন্য বেতনভুক্ত কর্মী রেখে থাকেন। তবে ব্যতিক্রম মেসি। নিজেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালান তিনি। উরবানা প্লেই রেডিওতে মেসি বলেন, ‘আমি নিজেই আমার ইনস্টাগ্রামে পোস্ট করি। এই কাজের জন্য আলাদা কোম্পানি বা ম্যানেজার নেই।’