প্রথম পাতা
চুলা জ্বলে না রুমার
তামান্না মোমিন খান
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার
সকালে ঘুম থেকে উঠে দেখি চুলা জ্বলে না। আবার যখন ঘুমাতে যাই তখনো দেখি চুলায় গ্যাস নেই। মধ্যরাতে এসে ভোররাতে চলে যায় গ্যাস। এজন্য রান্নাবান্নায় বিদ্যুতের চুলাই ভরসা। বলছিলেন রুমা বেগম। তিনি থাকেন রাজধানীর তেজকুনি পাড়ায়। রুমা বলেন, গত শনিবার ছুটির দিন ভেবে একটু বেলা পর্যন্ত ঘুমিয়ে ছিলাম। ঘুম থেকে উঠে গ্যাসের দেখা পাবো না সেটা তো নিশ্চিত। কিন্তু বিদ্যুৎ থাকবে না সেটা তো ভাবিনি। একসঙ্গে গ্যাস আর বিদ্যুৎ না থাকায় অসহায় লাগছিল।
পাঠকের মতামত
জয় বাংলা
দেশের সংগতির চাইতে বেশি প্রত্যাশার অংশ ছিল ঘরে ঘরে গ্যাসের সংযোগ। মানুষ অভ্যস্ত হয়েছিল। এখন সবাই সমস্যার সম্মুখীন। গ্যাসের আগে মানুষ লাকড়ি দিয়ে রান্না করতে অভ্যস্ত ছিল এবং সেই ব্যবস্থাও ছিল। বাংলাদেশে প্রচুর গ্যাসের সন্ধান মিলুক এবং জনগণের কষ্ট লাঘব হউক, এই কামনা রইল।
Titas Gas, WASA and DESA are three axis of evils run by thugs and mega looters. I have some solution for ordinary people but those are not acceptable under Monarchy administration.