খেলা
হ্যাটট্রিক জয়ে বিপিএল’র রেসে রংপুর রাইডার্স
স্পোর্টস রিপোর্টার
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার
টানা তৃতীয় জয় তুলে নিলো রংপুর রাইডার্স। গতকাল শেখ মেহেদীর অলরাউন্ড নৈপুণ্যে ঢাকা ডমিনেটর্সকে ৫ উইকেটে হারিয়েছে রংপুর। এই জয়ে পয়েন্ট টেবিলের স্থান পরিবর্তন না হলেও নকআউট পর্বের পথে অনেকটা এগিয়ে গেল ২০১৭ বিপিএল-এ শিরোপাজয়ীরা। ৪৩ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭২ রানের ঝড়ো ইনিংস খেলেন মেহেদী। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৪৫ রানের লক্ষ্যে নেমে দ্বিতীয় ওভারেই মোহাম্মদ নাঈমকে হারায় রংপুর। তবে ঢাকাকে চড়াও হতে দেননি মেহেদী। দ্বিতীয় উইকেটে রনি তালুকদারকে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন তিনি। মাঝে কিছু উইকেট হারিয়ে চাপে পড়লেও মেহেদী দলকে জয়ের পথে রেখে যান। সেখান থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন দুই বিদেশি মোহাম্মদ নেওয়াজ ও হাসতউল্লাহ ওমরজাই। দু’জনই অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
বিজ্ঞাপন