ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

আইএমএফের শর্তাবলী মানতে গিয়ে জনতার ওপর বড়সড় করের বোঝা চাপাতে চলেছে পাক সরকার

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ৩০ জানুয়ারি ২০২৩, সোমবার, ৫:৩২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:১৩ পূর্বাহ্ন

mzamin

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দাবি মেনে নেয়ার কয়েকদিন পর নতুন করে দেশের জনতার ওপর ২০০ বিলিয়নের করের বোঝা  চাপাতে পাকিস্তান দুটি খসড়া অধ্যাদেশ তৈরি করেছে। ডন-এর খবরে এক কর্মকর্তা একথা বলেছেন।  

পাক অর্থনীতিকে বাঁচাতে আইএমএফের থেকে ঋণ নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কিন্তু আন্তর্জাতিক অর্থভান্ডারের তরফে বেশ কয়েকটি কঠিন শর্ত দেয়া হয়। প্রথমে শর্ত মানতে নারাজ হলেও দেশের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে ওঠার জন্য পাকিস্তান আইএমএফের দাবি মেনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যবসার উপরে  ১০ হাজার কোটি টাকার কর বসানো হতে পারে এবং বন্যা ত্রাণের জন্য বরাদ্দ তহবিলেও কর বসানো হবে। ডন জানিয়েছে, পাকিস্তান বিদ্যুতের ভর্তুকি বন্ধ করার কথাও বিবেচনা করছে, রপ্তানির জন্য কাঁচামালের উপর বিক্রয় কর আরোপ করার পাশাপাশি বিদ্যুতের বৃদ্ধি এবং গ্যাসের শুল্কও এজেন্ডায় রয়েছে।

প্রধানমন্ত্রী শেহবাজ  শরিফ এই  পদক্ষেপগুলি বাস্তবায়নের আশ্বাস দেয়ার পরে আইএমএফ দলটি ৩১  জানুয়ারী আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।  কর নিয়ে কাজ করছেন এমন একজন কর্মকর্তা ডনকে বলেছেন-''আমরা উভয় অধ্যাদেশ প্রস্তুত করেছি। বিলাসবহুল আইটেমগুলিতে উইথহোল্ডিং ট্যাক্সের হার এবং নিয়ন্ত্রক শুল্ক বৃদ্ধি করা হবে।

এছাড়া বিদায়ী সপ্তাহে টাকার ব্যাপক অবমূল্যায়নও অতিরিক্ত রাজস্ব তৈরি করবে বলে আশা করা হচ্ছে।'' ডন জানিয়েছে, ফ্লাড লেভি আমদানি পর্যায়ে এফবিআর দ্বারা সংগ্রহ করা হবে, পেট্রোলিয়াম ডেভেলপমেন্ট লেভির (PD) ঘাটতি পূরণ করতে সেটি ব্যবহার করা হবে।

IMF PDL-এর অধীনে ৩০০ বিলিয়নের ঘাটতি অনুমান করেছে এবং অর্থ মন্ত্রককে পেট্রোল ও ডিজেলের উপর এই লেভিটি বর্তমানে ৩৫ টাকা  থেকে বাড়িয়ে ৫০ করতে বলেছে। ডন জানিয়েছে, এই সিদ্ধান্তটি ৩১ জানুয়ারী পেট্রোলিয়ামের দামের পরবর্তী পর্যালোচনাতে প্রত্যাশিত ছিল, সূত্রটি বলেছে- যার ফলে পেট্রোলিয়ামের দাম প্রতি লিটার ২০ টাকা থেকে বেড়ে ৪০ টাকা হতে পারে।

পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ  সর্বনিম্ন ৩.৬৮ বিলিয়নে নেমে এসেছে, যা মাত্র তিন সপ্তাহের আমদানি কভার করতে পারে।

বিজ্ঞাপন
তাই IMF-এর  শর্ত মেনে নেয়া ছাড়া পাক সরকারের সামনে আর কোনো পথ খোলা ছিল না।  

সূত্র : এনডিটিভি

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status